সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বড়লেখায় মধ্যরাতে ডাকাত আতঙ্ক, পুলিশের টহল জোরদার

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন গ্রামে মধ্যরাতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে বিভিন্ন মসজিদে মাইকিং করা হয় এবং এলাকাবাসী দেশীয় অস্ত্র নিয়ে পাহারায় নেমে পড়েন। তবে শেষ পর্যন্ত কোনো ডাকাতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৮ মার্চ) মধ্যরাতে উপজেলার সুজানগর ইউনিয়নের বাঘেরকোনা গ্রামে ডাকাত হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এরপর মসজিদের মাইকে এ বিষয়ে ঘোষণা দেওয়া হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের ইউনিয়নগুলোতেও। দক্ষিণভাগ দক্ষিণ, দক্ষিণভাগ উত্তর, বড়লেখা সদর, দাসেরবাজার, তালিমপুর ইউনিয়ন ও বড়লেখা পৌরসভার বিভিন্ন এলাকার মানুষ সতর্ক অবস্থানে চলে যান।

এলাকাবাসী ডাকাতি প্রতিরোধে দলবদ্ধ হয়ে পাহারা দিতে থাকেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন।

বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকার বাসিন্দা মিকন পাল বলেন, “ডাকাতির খবর পেয়ে আমরা রাতভর পাহারা দিয়েছি।”

সুজানগর এলাকার আদিব মজিদ বলেন, “গুজবের কারণে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছিল। বিভিন্ন মসজিদে মাইকিং করা হয়, তবে কোথাও ডাকাতি হয়নি।”

এ বিষয়ে বড়লেখা থানার ডিউটি অফিসার এসআই সন্তোষ বিশ্বাস বলেন, “রাতে ডাকাত আতঙ্কে অর্ধশতাধিক ব্যক্তি থানায় কল করেছেন। খবর পেয়ে পুলিশ বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছে। তবে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।”

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান বলেন, “এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। যারা গুজব ছড়িয়েছে, তাদের চিহ্নিত করতে তদন্ত চলছে।”

স্থানীয় জনপ্রতিনিধিরা সবাইকে গুজবে কান না দিয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: