cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, “গত ১৭ বছর ভয়ংকর সময় পার করেছে এ দেশের মানুষ। একটা পাথর আমাদের বুকে ছিল, যা দেশের প্রতিটি স্তরকে ধ্বংস করেছে।”
শনিবার (৮ মার্চ) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের মোল্লারগাঁওস্থ গোপশহর মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সাউথ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মিডল্যান্ড ইউকের সভাপতি জমিরুল ইসলাম সিরাজের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, “নিরাপদ বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। স্বৈরাচার পালিয়ে গেলেও গণতন্ত্র এখনও ঝুঁকিমুক্ত নয়, তাই সবাইকে সজাগ থাকতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, “দেশে একটি নির্বাচিত সরকারের বিকল্প নেই। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় না আসতে পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদিনাতুল উলুম খিত্তা গোপশহর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আশরাফ খান এবং সঞ্চালনা করেন মহানগর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ২০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান লোকমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি সাহবুদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল লতিফ খান, মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী খুরশেদ, জেলা স্বেচ্ছাসেবক দল’র সদস্য সচিব শাকিল মুর্শেদ, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডা. এনামুল হক, দক্ষিণ সুরমা থানা বিএনপি’র সদস্য সচিব মকসুদ আহমদ ও মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান।
এছাড়াও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা তোফাজ্জল হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আব্দুল মুহিত মানিক, এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাসিমুজ্জামান। অনুষ্ঠানের শেষে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি