সর্বশেষ আপডেট : ৩৩ মিনিট ৪৭ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে ছিনতাইকারী গ্রেফতার, ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার

স্টাফ রিপোর্টার ::

সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে একজন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে। এসএমপি’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ জাকির হোসেন (৩৩)। সে এয়ারপোর্ট থানার সাহেবেরবাজার এলাকার বাজারতল গ্রামের মৃত আব্দুস সাত্তার’র পুত্র।

শনিবার (৮ মার্চ) ভোর ৫ টায় এয়ারপোর্ট থানাধীন সাহেববাজার, বাজারতল এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশের একটি বিশেষ টিম তাকে আটক করে।

গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল আনুমানিক ৫:৩০ মিনিটে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী আমেনা বেগম (৬০) সিএনজিতে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের কবলে পড়েন। তারা তাকে চাকুর ভয় দেখিয়ে নগদ ৮,০০০ টাকা ও আনুমানিক ২০,০০০ টাকা মূল্যের স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীর ছেলে পারভেজ আহমদ (৩২), পিতা-তছলিম মিয়া, সাং-মংলিরপাড়, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট কোতোয়ালী মডেল থানায় ১৮ ফেব্রুয়ারি (মামলা নম্বর-২৩, ধারা-৩৯২ পেনাল কোড) একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তভার পান পিএসআই (নিঃ) মোঃ শাহজালাল শুভ। এর আগে গ্রেফতার হওয়া আসামি দেলোয়ার খান (৩৪) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হকের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।

তার স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধারকৃত স্বর্ণের কানের দুল উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এডিসি (মিডিয়া), এসএমপি মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: