cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় সিলেট জেলা ও মহানগর যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে মাসব্যাপী রোজাদারদের জন্য ফ্রি ইফতার ও বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (২ মার্চ) মদিনা মার্কেট এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, “সিলেট যুবদল ও ছাত্রদল সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে রোজাদারদের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে। অসংখ্য দরিদ্র মানুষ ও পথচারী যারা ইফতার কেনার সামর্থ্য রাখেন না বা সময় পান না, তাদের জন্য এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খাঁন। এছাড়া যুগ্ম আহ্বায়ক কামরান উদ্দিন অপু ও রুম্মান আহমদ এর যৌথ পরিচালনায় এবং যুক্তরাষ্ট্র প্রবাসী আমির উদ্দিনের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, এয়ারপোর্ট থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, মহানগর ছাত্রদলের সভাপতি ও জালালাবাদ থানা বিএনপির সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ।
এছাড়াও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ জিহাদ আহমদ সাদ।
সিলেট যুবদল ও ছাত্রদলের উদ্যোগে মাসব্যাপী এ ফ্রি ইফতার ও বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম পরিচালিত হবে, যা অসহায় ও পথচারী রোজাদারদের জন্য সহায়ক হবে বলে জানিয়েছেন আয়োজকরা।-বিজ্ঞপ্তি