সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার, দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ মাদকবিরোধী অভিযান চালিয়ে সিলেটের দুটি পৃথক স্থানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করেছে। র‌্যাব-৯ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে অগ্রণী ভূমিকা রেখে আসছে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেট সদর কোম্পানীর একটি আভিযানিক দল ০১ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক রাত ২০:৩৫ ঘটিকায় সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন আটগ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১,৭০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মোঃ ইসলাম (৪৩), পিতা- মৃত মছন, সাং- মালিগ্রাম, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেটকে গ্রেফতার করা হয়।

একই দিনে আরেকটি অভিযানে, রাত ২২:৪৫ ঘটিকায় র‌্যাব-৯, সিপিএসসি একটি বিশেষ দল এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মোঃ বোরহান উদ্দিন (৩২), পিতা- নিজাম উদ্দিন, সাং- সুন্দাউড়া, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেটকে গ্রেফতার করা হয়। এছাড়া, মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাদের সিলেট জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: