cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
দলে দলে লোকজনের আগমন নেই, নেই লাইনে দাঁড়িয়ে হইচই ঠেলাধাক্কার মতো কোনো বিরক্তিকর ব্যাপার-স্যাপার। আর তাই নেই সহায়তার ঝুড়ি নিয়ে ছুটাছুটির ঝামেলাও। তবে খাদ্য সহায়তার ঝুড়িটি ঠিকই সঠিক মানুষটি পেয়েছেন একদম নিরবে নিভৃতে, নিজের ঘরে বসে। ইছহাক মিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এই সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়েছে শুক্রবার।
সিলেট সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ডবাসীর আর্তসামাজিক অবস্থার উন্নয়নে সদ্যপ্রতিষ্ঠিত হয়েছে মরহুম ইছহাক মিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। কিছুদিন আগে জৈনপুর চলন্তিকা চত্বরের পাশে নিজস্ব ভূমিতে এই ট্রাস্টের স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রমজান মাসে দরিদ্র পরিবারগুলোতে একটু স্বস্তির হাওয়া প্রবাহের চেষ্টা এই সহায়তা কার্যক্রম। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সারাদিন ট্রাস্টের সদস্যরা ৩০নং ওয়ার্ডের জৈনপুরে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফয়ছল আহমদ জসির বাড়ি থেকে ৩৫০টি দরিদ্র পরিবারের ঠিকানায় খাদ্যসহায়তা নিয়ে রওয়ানা হন এবং তাদের ঘরে পৌঁছে দেন। এ ব্যাপারে সহায়তা প্রাপ্তদের একজন বলেন, ইবারও রমজানটা অভাব অনটনের লগে লাড়াই করতে অইবো। এই ট্রাস্টর সহায়তা ঘরো বইয়া ফাইছি। এরলাগি খুব খুশী লাগের। আরেক সহায়তাপ্রাপ্ত বলেন, লাইনো উবায়ইয়া ফটোতোলার ঝামেলা নাই, ঠেলাধাক্কা নাই। ঘরো বইয়া ইলা সহায়তা কোনোদিন ফাইছিনা। ইবার ফাইলাম। খুব খুশি লাগের। দোয়া করিয়ার ট্রাস্টো তাকি যেনো আরও বেশি বেশি কাজকাম অয়। এ ব্যাপারে মরহুম ইছহাক মিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সাবেক সদর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ সুরমা থানা ছাত্রদলের প্রতিষ্টাকালীন সাধারণ সম্পাদক এবং ইংল্যান্ড প্রবাসী কমিউনিটি নেতা ফয়ছল আহমদ জসি বলেন, দরিদ্র মানুষেরও একটা মর্যাদা আছে। সেই মর্যাদার হানি করে লাইনে দাঁড় করিয়ে ছবি তুলে সহায়তা প্রদান আমার কাছে যৌক্তিক মনে হয়নি। তাই সাড়ে তিনশ’ মানুষের ঘরে আমরা রমজানের খাদ্য সহায়তা পাঠিয়েছি।
তিনি আরও বলেন, মরহুম ইছহাক মিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে আগামীতে আমরা আরও বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনার আশা করছি।
এসনয় উপস্থিত ছিলেন, সমাজসেবক আব্দুল হান্নান, জুনেদ আহমদ জুনু, দেলোয়ার হোসেন দিলু, সিলেট জজ কোর্টের বেঞ্চ সহকারি মো.সোহেল রানা, ক্রীড়ামোদি আব্দুস সালাম , ব্যবসায়ী রনি দেব, মুন্না আহমদ মাসুম, তরুণ সমাজসেবক জাহেদ আহমদ, শফি আহমদ, জুনেদ আহমদ, শাকিল আহমদ, অপু আহমদসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশেষ মোনাজাত পরিচালনা করেন জৈনপুর আহলে সুন্নত মসজিদের ইমাম মাওলানা আব্দুস শহিদ।-বিজ্ঞপ্তি