সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নিরপেক্ষতা হারাতে যাচ্ছে বর্তমান সরকার: গয়েশ্বর

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকারের কিছু কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা নিরপেক্ষতা হারাতে যাচ্ছে। এই সরকার যেহেতু নির্বাচিত সরকার নয়, তাই সব বিষয়ে মাথাঘামানোও ঠিক নয়। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।

বর্তমান সরকারকে উদ্দেশ করে বলেন, নির্বাচনের জন্য লোকজন রাস্তায় নামানোর আগে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে সম্মান নিয়ে বিদায় নিন। কারণ আন্দোলন হয়েছে ফ্যাসিবাদের পতন ও ভোটাধিকার ফিরে পেতে। কে ক্ষমতায় আসবে সেটা বড় কথা নয়। মানুষ তাদের ভোট দিতে চায় এটা বড় কথা।

বুধবার লালমনিরহাটে জেলা বিএনপির আয়োজনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অনেকেই বলেন ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে। তাহলে ৭১-এর ১৬ ডিসেম্বর কি হয়েছে? ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন মানুষকে তাদের ভোটাধিকার দিতে হবে। কিছু বুদ্ধিজীবী বের হয়েছে তারা সরকারকে পরামর্শ দিচ্ছে, তারা রাজনীতিবিদদের পছন্দ করেন না। তারা বলেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে। বিএনপি ক্ষমতায় না গেলে, তাহলে কি ৭১ এর পরাজিত শক্তি বা ফ্যাসিবাদ আওয়ামী লীগ ক্ষমতায় যাবে?

বিএনপির স্থায়ী কমিটি অন্যতম এ সদস্য বলেন, গত ১৬ বছরে বাজার যেমন সিন্ডিকেটের দখলে ছিলো এখনো সেই সিন্ডিকেট সরকার ভাঙতে পারে নাই। এ সিন্ডিকেট ভাঙতে নির্বাচিত সরকার প্রয়োজন। ৭১ সালে শহীদ জিয়ার ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে। ৫ আগস্ট তারেক রহমানের হাত ধরে দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক আ. খালেক ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক, কালীগঞ্জ বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: