সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আবিদা ইসলাম

গতকাল, ২৭ জানুয়ারি ২০২৫, যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এইচ-ই মিসেস আবিদা ইসলাম। মেক্সিকো সিটি থেকে লন্ডনে পৌঁছানোর পর তিনি হাইকমিশনের নতুন কর্মস্থলে যোগ দেন। সেখানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে আন্তরিক স্বাগত জানান।

মিসেস আবিদা ইসলাম সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হলেন। তিনি একজন অভিজ্ঞ পেশাদার কূটনীতিক এবং এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। লন্ডনে তিনি এর আগে ফার্স্ট সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। এছাড়া দক্ষিণ কোরিয়া ও সর্বশেষ মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কৌশলগত কারণে যুক্তরাজ্যের লন্ডন হাইকমিশন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিশন। নতুন কর্মস্থলে তিনি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং কূটনৈতিক দক্ষতা দিয়ে তিনি এই চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করবেন বলে বিশ্বাস করা হচ্ছে।

ব্রিটেনে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা মিসেস ইসলাম সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, মিসেস ইসলাম তার পূর্বসূরী সাইদা মুনা তাসনিমের মতো নয়, বরং একজন পেশাদার কূটনীতিক হিসেবে সততা এবং দক্ষতার পরিচয় দেবেন।

লন্ডনে নতুন হাইকমিশনারের পদে যোগদান মিসেস আবিদা ইসলামের কূটনৈতিক ক্যারিয়ারে আরেকটি মাইলফলক। তার অভিজ্ঞতা ও দক্ষতায় বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: