সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ধনীদের সম্পদে গরিবদের হক রয়েছে : কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ধনদের সম্পাদে গরিবদের হক রয়েছে। প্রচন্ড শীতে অসহায় গরিব মানুষদের কষ্টের অন্ত নেই। মানুষের প্রয়োজনীয় শীতবস্ত্রও নেই শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য। আমাদের আশপাশেও এমন মানুষের সংখ্যা কম নয়। সড়কের পাশে, বাস ও ট্রেন স্টেশনে, বাজার-ঘাটে রাতের বেলা এমন অনেক অসহায় মানুষকে পড়ে থাকতে দেখা যায়। আমরা যখন লেপ-কম্বল গায়ে জড়িয়ে দীর্ঘ রাত সুখ নিদ্রায় বিভোর তখন তাদের রাত কাটে নির্ঘুম অবস্থায় শীতের প্রকোপে যবুথবু হয়ে।

তিনি বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ। কনকনে শীতে ঠকঠক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে। এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসার। এসকল দুঃখী মানুষের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আমাদের উপার্জিত অর্থের সামান্য পরিমাণও যদি এসকল অসহায়দের জন্য আমরা বরাদ্দ করি তাহলে বিন্দু বিন্দু সে দান শীতার্তদের কষ্ট লাঘবে যথেষ্ট ভূমিকা রাখতে পারে।

তিনি রবিবার (১৯ জানুয়ারি) চা-বাগানের চিতল মাটি মাঠে ৫ শতাধিক শ্রমিকদের মধ্যে শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাব সদস্য মো. নুর উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সিহাব চৌধুরীর পরিচালনায় কম্বল বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আশরাফ গাজী, জব্বার চৌধুরী, ফখরুজ্জামান ফখরুল, খায়রুল আখতার চৌধুরী, শাহিন আজাদ, আমিনুল ইসলাম, দিলীপ দে, আবুল কালাম, মোস্তফা আহমদ, সাইদুর রহমান বাবলা, হাবিবুর রহমান জুনেদ, সাইফুল ইসলাম, পাভেল আহমদ, আব্দুল কাইয়ুম, আব্দুল হান্নান, আব্দুল মালেক, আব্দুল আহাদ, খন্দকার মাহবুব, আব্দুল মুমিন, পাভেল কোরেশি, সাইফুল তালুকদার, আহমদ হোসেন, এনাম উদ্দিন, ফয়সল আহমদ, আলমগীর হোসেন, আতিকুর রহমান, ওলিউর রহমান, আব্দুর রহিম, লিয়াকত আহমদ, প্রফেসর মাসুক আহমদ, নাসির উদ্দীন, ইমন আহমদ, মিজান উদ্দিন, দিলাল হোসেন, মেরাজ আহমদ, ইমরান হোসেন প্রমুখ।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: