সর্বশেষ আপডেট : ১৮ মিনিট ২ সেকেন্ড আগে
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সৌদি প্রবাসী হত্যাকান্ডে আরো ৩ আসামি গ্রেফতার

সংবাদদাতা ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহান হত্যাকান্ডে আরো ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র‌্যাব)।শনিবার রাতে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার (সহকারি পুলিশ সুপার) মো: মশিউর রহমান সোহেল ও র‌্যাব-১৪ ময়মনসিংহ’র দায়িত্বশীল অফিসার এ তথ্য গণমাধ্যকে নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আসামিরা হল, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার লতিবপুর গ্রামের মৃত ইমান উদ্দিনের ছেলে দিদার আলী, একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জাহিদ, মৃত সাহাব উদ্দিনের ছেলে বাবুল মিয়া।

র‌্যাবের মিডিয়া অফিসার আরো জানান, র‌্যাব-৯ সিলেটের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম ও র‌্যাব-১৪ ময়মনসিংহের সিপিএসসি স্পেশাল টিম) যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহের সীমান্ত উপজেলা ধোবাউড়ার মুন্সিরহার এলাকায় আত্মগোপনে থাকা সোহান হত্যা মামলার পলাতক আসামি দিদার, জাহিদ, বাবুলকে শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করে।

গ্রেফতারের পরদিন শনিবার তাদেরকে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় সোপর্দ করা হয়েছে। এর পূর্বে ওই মামলার প্রধান আসামি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার লতিবপুর গ্রামের লিলফর মিয়ার ছেলে হাবিবুর রহমানকেও গ্রেফতার করে র‌্যাব-৯ সিলেটের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের টিম।
এ নিয়ে প্রবাসী হত্যাতান্ডের ঘটনায় চার আসামিকে গ্রেফতার করে র‌্যাব।

প্রসঙ্গত,গত ২৮ অক্টোবর সন্ধ্যায় একদল সংঘবদ্ধ মাদকসেবী সুনামগঞ্জের জগন্নাথপুরের ইনাতগঞ্জ বাজারে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানকে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়। ওই হত্যাকান্ডের ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সোহানসহ আরো একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে গত ২ নভেম্বর জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: