cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
আগামী ৫ নভেম্বরের মার্কিন নির্বাচনে আবারও লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬ প্রার্থী। নতুন কোনো প্রার্থীর খবর পাওয়া যায়নি। আগে থেকেই যেসব নির্বাচিত প্রতিনিধি রয়েছেন স্টেটের বিভিন্ন আইন সভায় এবার তারাই পুনর্নির্বাচনের জন্য দাঁড়িয়েছেন।
এদের মধ্যে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ এম. রহমান, একই স্টেটের অপর ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত সিনেটর নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটর মাসুদুর রহমান, ভার্জিনিয়া স্টেট সিনেটর সাদ্দাম সেলিম এবং নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান। এর বাইরে পেনসিলভেনিয়া, মিশিগান, নিউজার্সি সহ অন্যান্য স্টেটে কয়েকজন বাংলাদেশি-আমেরিকান রয়েছেন কাউন্টি ও অন্যান্য পর্যায়ে।
নিউজার্সি প্লেইন্স বরো টাউনশিপ থেকে নির্বাচিত কাউন্সিলম্যান ড. নুরুন নবী টানা ১৪ বছর ধরে এই পদে আছেন ২০০৭ সাল থেকে। এবার জিতলে হবে তার পঞ্চম মেয়াদ। তার টাউনশিপে একজন মেয়র এবং ৫ জন কাউন্সিলম্যান রয়েছেন। তিনি কাউন্সিলম্যান হিসেবে কালচারাল এবং হেরিটেজ বিষয়ের দায়িত্বে রয়েছেন।
পুনর্নির্বাচন করছেন এমন প্রার্থীদের মধ্যে রয়েছেন- জর্জিয়ার সিনেট ডিস্ট্রিক্ট ৫ থেকে শেখ রহমান, একই স্টেটের সিনেট ডিস্ট্রিক্ট ৭ থেকে নাবিলা ইসলাম, কানেকটিকাটে সিনেট ডিস্ট্রিক্ট ৪ থেকে মাসুদুর রহমান ও ভার্জিনিয়ায় স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩৭ থেকে সেলিম সাদ্দাম। তারা সকলেই ডেমোক্রেট। তবে নিউ হ্যাম্পশায়ার স্টেট হাউজ অব রিপ্রেজেনটেটিভ পদে রকিংহ্যাম ডিস্ট্রিক্ট ২০-এ পুনর্নির্বাচন করতে যাওয়া আবুল বাশার খান রিপাবলিকান। অন্য প্রার্থী ড. নূরুন নবী ডেমোক্রেট দলীয় প্রার্থী।