সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

ডেইলি সিলেট ডেস্ক ::

”ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হউক সবার” এই পতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থী সমাবেশ, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও সড়ক নিরাপত্তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিসচা কমলগঞ্জ শাখার পৃষ্ঠপোষক বীরেন্দ্রনাথ।

সমাবেশে উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান ও আবিদুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো.আব্দুস সালাম।

তিনি বলেন, আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সারাদেশে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে সংগঠন। ইতিমধ্যে সপ্তাহব্যাপী ট্রাফিক কর্মসুচিসহ, শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা কর্মসূচি চলমান রয়েছে। এছাড়াও চালক প্রশিক্ষন, স্থানীয় থানা পুলিশ, গাড়ি চালকদের সাথে মতবিনিময় সভা করার উদ্যোগ নিয়েছে। প্রধান আলোচক সংগঠনের সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে চলাচলের নিয়ম ও সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলার বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, বহুদিন থেকেই নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখা সড়ক দুর্ঘটনায় প্রতিরোধ জনসচেতনতা ও যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। সমাবেশে বিদ্যালয় শিক্ষকবৃন্দসহ সংগঠন সদস্যবৃন্দ অংশ নিয়ে বক্তব্য রাখেন। পরে শিক্ষার্থীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় সম্পর্কে সচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: