cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্থানীয় পাবই রেলগেইট বাজারে গত রাত আনুমানিক সাড়ে ৩টায় বাজারের পাহারাদারকে হাত ও মুখ গামছা দিয়ে বেধে বাজারের কয়েকটি দোকানের তালা ভেঙ্গে দূর্বৃত্তরা লোটপাট চুরি শুরু করে।
বাজারে শামীম কম্পিউটার এর প্রোঃ শামীমুর রহমান জানান, তার দোকান থেকে ১টি কম্পিউটার, ১টি প্রিন্টার, প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্র্যাচ কার্ড ও নগদ টাকা দূর্বৃত্তরা নেয়।
মাহমুদ মিয়ার ভূষি মালের দোকান থেকে প্রায় শত লিটার সোয়াবিন তৈল ও অন্যান্য মালমাল। ব্যবসায়ী মোস্তফা মিয়া বলেন, তার দোকান থেক নগদ প্রায় ৮হাজার টাকা ও জিনিস পত্র নেয়। এছাড়াও আরও সেলুনও কাঠের কারকানা ও তেরাব ভেরাইটিজ ষ্টোর ও সালাম কম্পিউটার এর দোকানে তালা কাটা হয়।মোঃ কালাম মিয়া নামের একজন দরিদ্র সিএনজি চালকের কিস্তিতে কেনা (মৌলভীবাজার-থ ১১৭৩০৩) সিরিয়ালে সিএনজি গাড়ি গ্যারেজ থেকে চুরি হয়।
রাত ৪টার দিকে সিএনজি চালক মোঃ সিরাজুল হক যাত্রী নিয়ে ফানাই নদীতে মাছ ধরার জন্য যাওয়ার উদ্দেশ্যে বের হন যখন তিনি রেলগেইট বাজারে গাড়ির গ্যারেজের সামনে আসেন তখন দেখতে পান বাজারের পাহারাদার তাহিরা মিয়ার দুই হাত বাধা ও মুখ গামছা দিয়ে বাধা। তখন তিনি হাল্লাচিৎকার শুরু করেন এবং এলাকার মানুষদের ডাকা ডাকি শুরু করেন তখন মানুষ আসার আগেই দূর্বৃত্তরা গাড়িসহ মালামাল নিয়ে পালিয়ে যায়। তখন বাজারে সভাপতি মাও আব্দুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক মাও আব্দুল ওয়াদুদ দোলন ও সদস্য মোঃ আব্দুছ ছামাদ উপস্থিত হয়ে ব্যবসায়ীবৃন্দসহ সকাল ৮টার দিকে কুলাউড়া থানায় গিয়ে অভিযোগ দেন।
সকাল সাড়ে ৯টার কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম আপছার, এস আই মোঃ আব্দুল আলীম,এএস আই তপন, সুধাম সহ পুলিশের উর্ধতন কর্মকর্তা রেলগেইট বাজারে আসেম এবং তদন্ত করেন এবং কাটাতালা নেন এবং ব্যবসয়ীদেরকে বলেন বিষয়টির দ্রুত আইনি প্রক্রিয়া গ্রহন করা হবে।