সর্বশেষ আপডেট : ২০ মিনিট ৬০ সেকেন্ড আগে
শুক্রবার, ২০ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

পিলখানা হত্যাকান্ডে সুষ্ঠু তদন্ত ও চাকুরী পূর্নবহালের দাবীতে হবিগঞ্জে মানববন্ধন

ডেইলি সিলেট ডেস্ক ::

২০০৯ সালে পিলখানায় পরিকল্পিত হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকুরীতে পূর্নবহালের দাবীতে হবিগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসককের কাছে স্মারকলিপি প্রদান করেছে হবিগঞ্জ বিডিআর কল্যান পরিষদ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়।

বিডিআর কল্যান পরিষদের জেলা সমন্বয়ক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে জেলায় চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্য ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, চাকুরীচ্যুত তৎকালীন ফ্যাসিষ্ট সরকার প্রভূ দেশকে সন্তুষ্ট করতে সেনাবাহিনীর সামর্ঘ ক্ষুন্ন করতে বাংলাদেশ রাইফেলস কে ধ্বংস করার জন্য, প্রতিশোধ স্পৃহা থেকে এবং ক্ষমতাকে সুদৃড় করতে নীল নকশার অংশ হিসেবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র পূর্বক পিলখানা হত্যাকান্ড সংগঠিত করে। ওই হত্যাকান্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন সাহাদাৎ বরন করে। ঘটনা পরবর্তী ফ্যাসিষ্ট সরকার প্রহসনের বিচারের নামে আলামত ধংস ও নিরীহ ৫৪ জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে। পিলখানা হত্যাকান্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংঙ্গায়িত করে ১৮৫২০ জন বিডিআর কে চাকুরীচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। আজ হাজার হাজার বিডিআর সদস্য ও তাদের পরিবার মানবেতর জীবন যাপন করছে।

পরে তারা পিলখানা হত্যাকান্ডে শাহাদৎ বরনকারী ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে শহীদের মর্যাদা, ২৫ ফেব্রুয়ারী দিনটিকে পিলখানার ট্র্যাজেডি দিবস ঘোষনাসহ ৯য় দফা দাবীতে মানববন্ধন শেষে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: