সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ফ্যাসিবাদের সকল দোসরদেরকে আইনের আওতায় আনতে হবে : এড. এমরান চৌধুরী

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ বলেছেন, স্বৈরাচারের পতন করিয়েই চলবে না। সর্বক্ষেত্র থেকে তাদের দোসরদের অপসারন করতে হবে। বিনাভোটে যারা জনপ্রতিনিধি হয়ে সরকারের গাড়ি-বাড়ি সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন, তা প্রত্যাহার করতে হবে। সিলেট সিটি কর্পোরেশন সহ যেসকল প্রতিষ্ঠানে ভোট ছাড়া জনপ্রতিনিধির চেয়ার আকড়ে আছেন, তাদেরকে অভিলম্বে পদত্যাগ করতে হবে। সর্বপোরী ফ্যাসিবাদের সকল দোসরদেরকে আইনের আওতায় আনতে হবে।

বৃহষ্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রজনতার উপর গুলি চালিয়ে হত্যাকারী খুনি শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে গোলাপগঞ্জ উপজেলা সদরে গোলাপগঞ্জ পৌর বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গোলাপগঞ্জ উপজেলার শহীদদের স্মরনে একটি স্মৃতিস্তম্ব এবং শহীদদের নামে বিভিন্ন সড়কের নামকরনের দাবী জানিয়ে বলেন, বিএনপির নাম ব্যবহার করে অনেকেই অপকর্ম করার চেষ্ঠা করেছেন। কেউ যদি এমন কাণ্ডে লিপ্ত হন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষ ভোট দিতে পারেন নি। বিনাভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার করনে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় কোন উন্নয়নের ছুয়া লাগে নি। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দুই উপজেলা আজো অবহেলিত। বিএনপি রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেলে এই বঞ্চনার অবসান হবে ইনশাআল্লাহ।

গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাবেক আহবায়ক হাসান এমাদ, সাবেক সভাপতি ছানির আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ সমবায় বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ, উপজেলা যুবদলের সভাপতি এডভোকেট মামুন আহমদ রিপন, সুফিয়ান আহমদ খান, সালাউদ্দিন আহমেদ, নাসির আহমদ আবেদ, আতাউর রহমান আতা, এম এ কাদির, লুৎফুর রহমান শাহ আলম,সুমন আহমদ, ছালিক আহমদ, ছাদ আহমদ, রিজু আহমদ, শিমুল আহমদ, আলাল আহমদ, রুফিয়ান আহমদ, নাসির আহমদ আবেদ, ফয়ছল আহমদ, মিজান আহমদ, সানাই আহমদ, জামিল আহমদ, রাছিক আহমদ, খালেদ আহমদ, সিদ্দিক আহমদ, মোশারফ আহমদ, রনি আহমদ, দুলব আহমদ, লিমন আহমদ, সবুজ আহমদ, মুরাদ আহমদ, ফয়ছল আহমদ, নাঈম আহমদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: