সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নিজ জমিতেই প্রতিপক্ষের হাতে খুন আব্দুর রাজ্জাক

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আব্দুর রাজ্জাক (৫৪) নামে এক ব্যক্তি খুন হয়েছেন প্রতিপক্ষের হাতে।

শুক্রবার (২ আগস্ট) সকাল ৮ টায় উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মেঘারগাঁও গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার উত্তর রাজনগর গ্রামের মৃত সফর আলীর ছেলে আব্দুর রাজ্জাক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মৃতের ছেলে ও ভাই।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে পুরান মেঘারগাঁও গ্রামের ইমাম উদ্দিন, মইন উদ্দিন, আফতাব মিয়া, সুরুজ মিয়ার পরিবারের সাথে জমি নিয়ে বিবাদ চলছিল আব্দুর রাজ্জাক ও তার পরিবারের লোকজনের। মেঘারগাঁও মৌজার এ জমি নিয়ে আদালতেও মামলা হয়েছে। আদালত থেকে ৩ বার রায় পেয়েছেন আব্দুর রাজ্জাক। সব শেষ গত ১মাস আগে আদালত রায় দেয় আব্দুর রাজ্জাকের পক্ষে। জমির দখলেও আব্দুর রাজ্জাক ও তার পরিবার, তারা জমি চাষাবাদ করে আসছেন। শুক্রবার সকালে এই জমিতে জোরপূর্বক হালচাষ করার জন্য নামেন ইমাম উদ্দিন সহ তার পরিবারের লোকজন। সকাল ৮টায় আব্দুর রাজ্জাক তার ছেলে সিরাজুল ইসলাম ও ভাই তাজুল ইসলাম চাষাবাদে বাঁধা দিতে যান। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক, তাজুল ইসলাম ও সিরাজুল ইসলাম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থা গুরুতর দেখে তাদেরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পরে সকাল ১০ ঘটিকার সময় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান বলেন, জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সরেজমিনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: