সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ১৬ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বড়লেখায় উপ-নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

ডেইলি সিলেট ডেস্ক ::

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদের ৬ প্রার্থী প্রতীক পেয়েই নির্বাচনি এলাকায় প্রচারণা শুরু করেছেন। অনেকে গাড়ি ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। বিরাজ করছে উৎসবমুখব পরিবেশ। চলছে বিরামহীন প্রচারণা। ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া চাইতে দেখা গেছে চেয়ারম্যান প্রার্থীদের।

ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তাই প্রচার-প্রচাণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক এ প্রত্যাশা ভোটারদের। ৬ প্রার্থীর মধ্যে বৃহস্পতিবার প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামি ২৭ জুলাই চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রচারণা চালানো প্রার্থীরা বলছেন, আগামী ২৭ জুলাই ভোটের দিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানান তারা।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুছ ছামাদ পেয়েছেন আনারস প্রতীক, ইমরান আহমদ পেয়েছেন দুটি পাতা, নুরুল ইসলাম অটোরিকশা, মাসুম আহমদ হাসান পেয়েছেন মোটরসাইকেল, মুহিবুর রহমান ঘোড়া প্রতীক এবং মো. ইকবাল হোসেন পেয়েছেন চশমা প্রতীক।

জানা গেছে, এই ইউনিয়নের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চলিত বছরের মার্চে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। এতে পদটি শূন্য হয়ে পড়ে। গত ২৭ জুন নির্বাচন কমিশন ওই ইউনিয়নের চেয়ারম্যানের শূন্যপদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দীপক কুমার রায় জানান, বৃহস্পতিবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। আগামি ২৭ জুলাই ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: