cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
চিত্রবিচিত্র ডেস্ক ::
অদ্ভুত জিনিস উদ্ভাবনে কাই মাইকেলসন নাম কামিয়েছেন আগেই। এবার তিনি সবাইকে পরিচয় করিয়ে দিলেন তার নতুন উদ্ভাবনের সঙ্গে। এটি হচ্ছে বিয়ারচালিত মোটরসাইকেল। এ বাইক নাকি ছুটতে পারবে ১৫০ কিলোমিটার গতিতে। অবাক করা বিষয় হলো, এটি নাকি চলবে যে কোনো পানীয় দিয়েই!
যুক্তরাষ্ট্রের মিনেসোটার বাসিন্দা মাইকেলসনের বাইকটি তৈরি করা হয়েছে তার ব্লুমিংটন গ্যারেজে। তার বাইকে গ্যাসচালিত ইঞ্জিনের বদলে বসানো হয়েছে ধাতব পাত্র। সেখানে রয়েছে একটি হিটিং কয়েল। এটি বিয়ারকে গরম করবে ৩০০ ডিগ্রি পর্যন্ত, যা পরে অতি গরম বাষ্পে পরিণত হয়ে বাইককে সামনের দিকে চালিত করবে। মাইকেলসন জানান, তিনি বিয়ার পান করেন না। ফলে এ পানীয়কে জ্বালানি হিসেবে ব্যবহারের চেয়ে ভালো কোনো উপায় তার মাথায় আসেনি।
বাইকটির সক্ষমতা কতটুকু তা পরীক্ষার পরিকল্পনা করছেন মাইকেলসন। তবে আশানুরূপ ফল মিললেও একে পাঠানো হবে অবসরে, রাখা হবে তার উদ্ভাবিত জাদুঘরে। এর আগে তিনি রকেটচালিত টয়লেট এবং জেটচালিত কফির পাত্র উদ্ভাবন করেছিলেন। সূত্র: ইউপিআই