সর্বশেষ আপডেট : ৩৩ মিনিট ৩১ সেকেন্ড আগে
রবিবার, ১৬ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সৌদিতে নিখোঁজ কুলাউড়ার পাপলু

কুলাউড়া সংবাদদাতা ::

পরিবার নিয়ে ওমরাহ পালন করতে গিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালের দাউদপুর গ্রামের বাসিন্দা সৌদ আল আরেফিন পাপলু নিখোঁজ হয়েছেন। মা ও ভাইকে নিয়ে গত ৮ মে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করার সময় হারিয়ে যান তিনি। এরপর আশপাশে খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পায়নি পরিবার। পরে নিখোঁজের বিষয়টি সৌদি পুলিশকে জানানো হয়।

পাপলুর পরিবার জানায়, পাপলু স্মৃতিভ্রষ্ট বা ভুলে যাওয়ার রোগে আক্রান্ত। কিছুদিন আগে তিনি স্মৃতিভ্রষ্ট বা ডিমনেশিয়া রোগে আক্রান্ত হন। এ কারণে মুহূর্তের মধ্যে তিনি সবকিছু ভুলে যান।

পাপলুর ফুফাতো ভাই রাসেল কালাম জানান, মক্কাতে কাবা শরীফে তওয়াফ করার সময় পাপলু হারিয়ে যান। তিনি কিছুদিন পূর্বে বড় ধরনের অসুখের কারণে মুহূর্তে সবাইকে এবং সবকিছু ভুলে যান। কাবা শরীফের আশপাশে যদি কারও নজরে আসে দয়া করে এই নম্বরে +৯৭১৫৬১২৭৮৭৮৮ জানানোর অনুরোধ করেন তিনি।

তিনি আরও জানান, সৌদি পুলিশের কাছে পাপলু নিখোঁজের বিষয়টি অবগত করা হয়েছে। সৌদি পুলিশও তাকে খুঁজছে। তবুও কোনো হৃদয়বান ব্যক্তি তার দেখা পেলে দ্রুত পরিবারের সদস্যদের জানানোর অনুরোধ জানান কালাম।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: