সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিসিকে হামলায় মামলা, বাসদ নেতাসহ ৩শ’ আসামি

সিলেট সিটি কর্পোরেশনে ব্যাটারিচালিত রিকশা চালকদের ‘অ’তর্কিত’ হা’মলার ঘটনায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর ২ নেতাসহ তিনজনের নামোল্লেখ ও আরও অন্তত ৩০০ জনকে আ’সামি করে মা’মলা করেছে নগর কর্তৃপক্ষ।

সিটি কর্পোরেশনের লাইসেন্স কর্মক’র্তা মোহাম্ম’দ আসাদুজ্জামান বাদি হয়ে বুধবার রাতে ১২টার দিকে সিলেট কোতোয়ালী থা’নায় মা’মলা’টি দায়ের করেন।

মা’মলায় আ’সামিরা হলেন- বাসদ জে’লা সদস্য ও শ্রমিক ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক প্রনব জ্যোতি পাল, বাসদ সিলেট জে’লা সমন্বয়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক আবু জাফর ও জুবায়ের আহম’দ চৌধুরী নামের একজন। এছাড়া আরও ২০০ থেকে ৩০০ জনকে আ’সামি করা হয়েছে। মা’মলায় আ’সামিদের বি’রুদ্ধে ইচ্ছাকৃতভাবে ত্রাস সৃষ্টি করে নগরভবনে হা’মলা, ভাংচুর ও ১৫ লক্ষ টাকা ক্ষতি করার অ’ভিযোগ আনা হয়েছে।

এছাড়া বাদি মোহাম্ম’দ আসাদুজ্জামান- ব্যাটারিচালিত অ’বৈধ অটোরিকশাগুলো নগরবাসীর জন্য হু’মকি হিসেবে উল্লেখ করে এদের কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অ’গ্নিকা’ন্ডসহ মানুষের নিরাপত্তাহিনতার বিষয়টি তুলে ধরেন।

সিলেট মেট্রোপলিটন পু’লিশের কোতোয়ালী থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) এসএম আবু ফরহাদ মা’মলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মা’মলার পূর্বে বুধবার রাত ১০টায় সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট ভ’য়েসকে বলেন- ‘নগর ভবনে হা’মলা’টি পরিক’ল্পিতভাবে করা হয়েছে। আম্বরখানা থেকে লাল পতাকা নিয়ে মিছিল সহকারে এসে তারা এই হা’মলা করে। নিশ্চয় সেখানে একটি পক্ষের ইন্দন রয়েছে। এই ইন্দনদাতাদেরও আ’সামি করা হবে।’

এর আগে বুধবার (২ জুন) বেলা ২টার দিকে সিলেট কর্পোরেশন কর্তৃক অ’বৈধ ব্যাটারিচালিত রিকশার বি’রুদ্ধে নামা অ’ভিযানের প্রতিবাদে নগরীর বন্দরবাজার এলাকায় রিকশা শ্রমিক ও সিসিক কর্মচারীদের মধ্যে ইট-পাট’কেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রথমে নগরীর আম্বরখানা থেকে রিকশাশ্রমিকদের একটি বিশাল মিছিল নগর ভবন গেইটের সামনে অবস্থান নেয় এবং তারা জো’রপূর্বক নগর ভবনে প্রবেশের চেষ্টা করে। এসময় সিলেট মহানগর পু’লিশের দায়িত্বরত কর্মক’র্তা ও সদস্যরা তাদের বাঁ’ধা দেন। ঘটনার খবরে মেয়র আরিফুল হক চৌধুরী সিসিক কর্মক’র্তাদের নিয়ে বি’ক্ষোভকারীদের সাথে কথা বলতে যান। এসময় তারা অ’তর্কিত হা’মলা করে। নগর ভবনের গেইট লক্ষ্য করে ইট পাট’কেল ছুড়তে থাকে।

এতে নগর ভবনে সেবা নিতে আসা এক নাগরিকসহ অন্তত ৫ জন আ’হত হন। এই অ’তর্কিত হা’মলায় সিসিক সংরক্ষিত কাউন্সিলর রেবেকা আক্তার লাকি’র স্বামী আব্দুল কাদের মালেকের মা’থায় আ’ঘাত লাগে। তাকে তাৎক্ষনিকভাবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে পাঠানো হয়। হা’মলায় সিসিকের গেইটের ভেতরে রাখা অন্তত ৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনার প্রেক্ষিতে নগর ভবনে বিকেল ৪ টায় সিসিক কাউন্সিলরদের নিয়ে জরুরী সভা করেন মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় নগর ভবনে অ’তর্কিত হা’মলা এবং জানমালের ক্ষতির তীব্র নিন্দা জানানো হয় এবং এই হা’মলার সাথে জ’ড়িতদের বি’রুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সিলেট মহানগরে ব্যাটারি চালিত অ’বৈধ রিকশা এবং টমটম চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলেও গো’পনে মহানগরে এসব বাহন চলাচল করে। যা বন্ধে সিলেট সিটি করপোরেশন বারবার বি’জ্ঞপ্তিও প্রকাশও করেছে। সভায় সিসিকের প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডে ব্যাটারি চালিত অ’বৈধ রিকশা ও টমটম সম্পূর্ণভাবে বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানানো হয়।

এছাড়া নগরের বৈধ রিকশা যাদের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদেরকে আগামী ৩০ দিনের মধ্যে লাইসেন্স নবায়ন করতে সময় বেঁধে দেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন- কাউন্সিলর রেজাউল হাসান লোদী, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর মোহাম্ম’দ তৌফিক বকস লিপন, কাউন্সিলর ছালেহ আহম’দ সেলিম এডভোকেট, কাউন্সিলর মো. ইলিয়াসুর রহমান, কাউন্সিলর মো. ছয়ফুল আমীন বাকের, কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর রেজওয়ান আহম’দ, কাউন্সিলর রকিবুল ইস’লাম ঝলক, কাউন্সিলর মো. সিকন্দর আলী, কাউন্সিলর আফতাব হোসেন খান, সংরক্ষিত কাউন্সিলর রেবেকা সুলতানা ও রেবেকা আক্তার লাকী’।

প্রসঙ্গত, নগরে ব্যাটারি চালিত অ’বৈধ রিকশা ও টমটম চলাচল বন্ধে অ’ভিযান চলছে। সকালে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কোর্ট পয়েন্টসহ নগরের কয়েকটি এলাকায় অ’বৈধ ব্যাটারিচালিক রিকশার বি’রুদ্ধে অ’ভিযানে নামে সিসিক। অ’ভিযানে বেশ কয়েকটি ব্যাটারিচালিত রিকশা আ’ট’ক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: