সর্বশেষ আপডেট : ২৩ ঘন্টা আগে
বুধবার, ৮ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

আকবরের জামিন নামঞ্জুর

সিলেটে পু’লিশি হেফাজতে রায়হান আহম’দ (৩৪) হ’ত্যা মা’মলার অ’ভিযোগপত্রভুক্ত প্রধান আ’সামি বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়ার জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। আজ বুধবার দুপুরে ভা’র্চ্যুয়াল শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করেন সিলেট মহানগর দায়রা জজের আ’দালত।

আকবরের পক্ষের আইনজীবীরা আজ জামিন আবেদন করেছিলেন। শুনানি শেষে বিচারক মো. আবদুর রহিম এক আদেশে জামিন নামঞ্জুর করেছেন। সিলেট মহানগর দায়রা জজ আ’দালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নওশাদ আহম’দ চৌধুরী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর পু’লিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহম’দকে নি’র্যা’তন করা হয়। ১১ অক্টোবর তাঁর মৃ’ত্যু হয়। এ ঘটনায় পু’লিশি হেফাজতে মৃ’ত্যু (নিবারণ) আইনে রায়হানের স্ত্রী’র করা মা’মলার পর মহানগর পু’লিশের একটি অনুসন্ধান কমিটি ত’দন্ত করে ফাঁড়িতে নিয়ে রায়হানকে নি’র্যা’তনের সত্যতা পায়। ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। ১৩ অক্টোবর পু’লিশি হেফাজত থেকে পালিয়ে যান আকবর। পলাতক আকবরকে গ্রে’প্তারের দাবিতে আ’ন্দোলন গড়ে উঠলে ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাঁকে গ্রে’প্তার করা হয়। ধ’রা পড়ার পর আকবর বলেছিলেন, তিনি পালিয়ে ভা’রত চলে গিয়েছিলেন।

আ’দালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের ৫ মে আ’লোচিত এ মা’মলার অ’ভিযোগপত্র আ’দালতে জমা দেয় মা’মলার ত’দন্তকারী সংস্থা পু’লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অ’ভিযোগপত্রে বন্দরবাজার পু’লিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই (সাময়িক বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়াকে (৩২) প্রধান অ’ভিযু’ক্ত করা হয়। অন্য অ’ভিযু’ক্ত ব্যক্তিরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহী (৪৩), কনস্টেবল মো. হারুন অর রশিদ (৩২), টিটু চন্দ্র দাস (৩৮), ফাঁড়ির ‘টুইআইসি’(সেকেন্ড-ইন-কমান্ড) পদে থাকা সাময়িক বরখাস্ত এসআই মো. হাসান উদ্দিন (৩২) ও এসআই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজে’লার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান (৩২)।

মহানগর দায়রা জজ আ’দালতের সরকারি কৌঁসুলি (পিপি) নওশাদ আহম’দ চৌধুরী প্রথম আলোকে বলেন, জামিন আবেদনের শুনানিতে প্রধান আ’সামি আকবরের পক্ষের আইনজীবীরা আকবর দীর্ঘদিন ধরে হাজতবাসে আছেন। তিনি পু’লিশি হেফাজতে মৃ’ত্যু (নিবারণ) আইনে মা’মলার আ’সামি। রায়হানকে নি’র্যা’তনে তিনি সরাসরি জ’ড়িত নন প্রভৃতি তুলে ধরে তাঁর জামিন প্রার্থনা করেন।

পিপি নওশাদ আহম’দ চৌধুরী আরও বলেন, ‘আমি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আ’দালতকে বলেছি যে অ’ভিযোগপত্রভুক্ত প্রধান আ’সামি আকবর শুধু পু’লিশি হেফাজতে মৃ’ত্যুর অ’ভিযোগে নয়, দ’ণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অ’ভিযু’ক্ত। বিচারপ্রক্রিয়ায় থাকা কোনো হ’ত্যা মা’মলার প্রধান আ’সামিকে জামিন দেওয়া প্রশ্নবিদ্ধ হবে। তা ছাড়া ঘটনার পর আকবরের পালিয়ে যাওয়া, ধ’রা পড়ার পর স্বীকারোক্তি এবং পু’লিশ ফাঁড়িতে রায়হানকে নি’র্যা’তন করার প্রত্যক্ষদর্শী পু’লিশ সদস্যদের জবানব’ন্দির বিষয়টিও আ’দালতকে অবহিত করি। এসব যু’ক্তি উপস্থাপন করায় আ’দালত জামিন নামঞ্জুর করেছেন।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: