সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট-৫ আসনের প্রার্থী উবায়দুল্লাহ ফারুককে শোকজ

স্টাফ রিপোর্টার ::

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট-৫ আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী Ubaidullah Faruk-কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে Bangladesh Election Commission।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা Masudur Rahman স্বাক্ষরিত নোটিশটি জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, নির্ধারিত নির্বাচনী প্রচারণার সময় শুরুর আগেই গত ১২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় জকিগঞ্জ বাজারের সোনার বাংলা সেন্টারের হলরুমে উবায়দুল্লাহ ফারুকের উপস্থিতিতে শতাধিক নেতা-কর্মী ও সমর্থক নিয়ে নির্বাচনী প্রচারণা চালানো হয়। যা আচরণবিধির পরিপন্থী।

অভিযোগ অনুযায়ী, ওই সময় আচরণবিধি প্রতিপালনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জকিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঘটনাস্থলে উপস্থিত হলে প্রার্থীর কর্মী-সমর্থকরা তাঁদের ঘিরে অশালীন স্লোগান দেন এবং উচ্চস্বরে কথা বলে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন।

নোটিশে আরও বলা হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে ঘটনাস্থলে উপস্থিত হন। সে সময় মঞ্চে উপস্থিত কয়েকজন নেতা, বিশেষ করে সিদ্দিকুর রহমান পাপলু, অশালীন আচরণ করেন বলেও অভিযোগ আনা হয়েছে।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে অনুষ্ঠানটি তাৎক্ষণিকভাবে শেষ করার অনুরোধ জানানো হলেও উবায়দুল্লাহ ফারুক ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ তা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণা ও ভোট প্রার্থনা অব্যাহত রাখেন বলে নোটিশে উল্লেখ করা হয়। অনুমতি ছাড়াই অনুষ্ঠান আয়োজন এবং আইন ও বিধি অমান্য করে প্রচারণা চালানোকে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

এ প্রেক্ষিতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা অনুযায়ী কেন প্রার্থিতা বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি সকাল ১০টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: