সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বুধবার, ১২ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শার্লক হোমসকে নিয়ে ইংরেজি ছবি নির্মাণের ঘোষণা দিলেন সৃজিত

ডেইলি সিলেট ডেস্ক ::

টলিউড-বলিউড ছাড়িয়ে এবার আন্তর্জাতিক পর্দায় পা রাখছেন সৃজিত মুখোপাধ্যায়। তার প্রথম ইংরেজি ছবি ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’ শার্লক হোমসের স্রষ্টা সার আর্থার কোনান ডয়েল-এর জীবনের বিশেষ কিছু ঘটনার গল্প ফুটিয়ে তুলবে।

লন্ডনে এক সংবাদ সম্মেলনে ছবির ঘোষণা দেন ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই পরিচালক। ছবির যৌথ প্রযোজনার দায়িত্বে রয়েছেন সৃজিতের ম্যাচকাট প্রযোজনা সংস্থা ও শাহনাব আলমের ইনভিজিবল থ্রেড।
ছবির গল্পের পটভূমি ১৯০৬ সালের স্কটল্যান্ডের গ্লাসগো। রহস্যজনক একটি হত্যাকাণ্ড তদন্তের সময় উঠে আসে সমাজের পক্ষপাত, শ্রেণি বৈষম্য ও জাতিগত ঘৃণার সঙ্গে যুক্ত একটি চাঞ্চল্যকর মামলা। ভারতীয় বংশোদ্ভূত জর্জ এডালজি, যাকে ভুলভাবে অপরাধী ঘোষণা করা হয়েছিল। ডয়েল নিজে বাস্তব তদন্তে নামে এবং সত্য উদঘাটনের মাধ্যমে ন্যায়ের জন্য লড়ে যান। সমান্তরালভাবে আরেকটি ঘটনা থাকবে অস্কার স্লেটার’ এর মামলা, যা ডয়েলের জীবনের সঙ্গে যুক্ত হয়ে গভীর রহস্যের জাল বুনে দেয়।

সৃজিত জানিয়েছেন, ছোটবেলায় তিনি শার্লক হোমসের সঙ্গে পরিচয় পেয়েছিলেন বইয়ের পাতার নীরবতায়। ডয়েলের গল্প শুধু গোয়েন্দাগিরি নয়, এটি কৌতূহলের অ্যানাটমি এবং সত্য খোঁজার তীব্র প্রয়াস।

লন্ডনে ছবির ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফআই ও ব্রিটিশ কাউন্সিলের শীর্ষ কর্মকর্তারা, ডয়েল পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রযোজকরা বলেছেন, ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’ কেবল একটি জীবনী নয়, এটি ন্যায়বোধ ও নৈতিক সাহসের উৎসব। শুটিং, কাস্টিং বা মুক্তির তারিখ এখনও ঘোষিত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: