![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

ডেইলি সিলেট ডেস্ক ::
টলিউড-বলিউড ছাড়িয়ে এবার আন্তর্জাতিক পর্দায় পা রাখছেন সৃজিত মুখোপাধ্যায়। তার প্রথম ইংরেজি ছবি ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’ শার্লক হোমসের স্রষ্টা সার আর্থার কোনান ডয়েল-এর জীবনের বিশেষ কিছু ঘটনার গল্প ফুটিয়ে তুলবে।
লন্ডনে এক সংবাদ সম্মেলনে ছবির ঘোষণা দেন ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই পরিচালক। ছবির যৌথ প্রযোজনার দায়িত্বে রয়েছেন সৃজিতের ম্যাচকাট প্রযোজনা সংস্থা ও শাহনাব আলমের ইনভিজিবল থ্রেড।
ছবির গল্পের পটভূমি ১৯০৬ সালের স্কটল্যান্ডের গ্লাসগো। রহস্যজনক একটি হত্যাকাণ্ড তদন্তের সময় উঠে আসে সমাজের পক্ষপাত, শ্রেণি বৈষম্য ও জাতিগত ঘৃণার সঙ্গে যুক্ত একটি চাঞ্চল্যকর মামলা। ভারতীয় বংশোদ্ভূত জর্জ এডালজি, যাকে ভুলভাবে অপরাধী ঘোষণা করা হয়েছিল। ডয়েল নিজে বাস্তব তদন্তে নামে এবং সত্য উদঘাটনের মাধ্যমে ন্যায়ের জন্য লড়ে যান। সমান্তরালভাবে আরেকটি ঘটনা থাকবে অস্কার স্লেটার’ এর মামলা, যা ডয়েলের জীবনের সঙ্গে যুক্ত হয়ে গভীর রহস্যের জাল বুনে দেয়।
সৃজিত জানিয়েছেন, ছোটবেলায় তিনি শার্লক হোমসের সঙ্গে পরিচয় পেয়েছিলেন বইয়ের পাতার নীরবতায়। ডয়েলের গল্প শুধু গোয়েন্দাগিরি নয়, এটি কৌতূহলের অ্যানাটমি এবং সত্য খোঁজার তীব্র প্রয়াস।
লন্ডনে ছবির ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফআই ও ব্রিটিশ কাউন্সিলের শীর্ষ কর্মকর্তারা, ডয়েল পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রযোজকরা বলেছেন, ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’ কেবল একটি জীবনী নয়, এটি ন্যায়বোধ ও নৈতিক সাহসের উৎসব। শুটিং, কাস্টিং বা মুক্তির তারিখ এখনও ঘোষিত হয়নি।