![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

ডেইলি সিলেট ডেস্ক ::
কিছু গল্প থাকে যা সবাইকে বলে ফেলা সম্ভব হলেও প্রিয় মানুষ কে কখনো বলা হয়ে ওঠে না। এমন কিছু গল্প থাকে যে গল্পটা ভুলে যাওয়া মন্দ না। তবে সেই গল্পটা এমন কিছু মানুষকে বলে যেতে হয় যারা এই গল্পকে ধারণ করবে আমৃত্যু। এই গল্পগুলো বিশেষ দিন দেখে আয়োজন করে বলতে হয়। জাহিদ প্রীতম তার ১৩ তম গল্পের ত্রিভুজ প্রেমের চিত্রনাট্য “এমন দিনে তারে বলা যায়” ঠিক এভাবেই ফুটিয়ে তুলেছে।
এ গল্পের শেষ দৃশ্যের আগ পর্যন্ত গল্পের চরিত্রগুলো কে কোথায় যাচ্ছে, তাদের শেষ কোথায় হবে, কিছুই অনুমান করা যায় না তেমন। নাটকটির গল্পের ও নামের সার্থকতা এখানেই। ত্রিভুজপ্রেমের এ নাটকের গল্পে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। দীর্ঘ আড়াই বছর পর জাহিদ প্রীতম ফিরছেন তৌসিফকে নিয়ে।
এ নিয়ে তৌসিফ মাহবুব বলেন; ‘দীর্ঘ আড়াই বছর পর জাহিদ প্রীতমের সঙ্গে কাজ করছি। গল্পটি একটি গোলকধাধার সদৃশ; যখন ভাববে সব বুঝে ফেলেছ, ঠিক তখনি গল্পটি একটি নতুন টুইস্ট তৈরি করবে।’
প্রথমবারের মতো তৌসিফ এর সাথে জুটি বেঁধেছেন ছোটপর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মীর রাব্বী।
নাটকটির অভিনয়ের অনুভূতি সম্বন্ধে প্রিয়ন্তী ঊর্বী জানান; ‘অনেক নার্ভাস ও এক্সাইটেড লাগছে। মনে হচ্ছে প্রথমবার নিজেকে নতুন করে টেলিভিশনের পর্দায় আবিষ্কার করব। এটি সত্যিই এক অন্যরকম অনুভূতি।’
মীর রাব্বী জানান,‘কিছু গল্প শুধু একটা গল্পের মধ্যেই সীমাবদ্ধ থাকে না কিংবা শুধু প্রেম বা প্রেমের ছন্দের মধ্যেই নয়। যে গল্পটি জীবনের ভেতরে কোনো দ্যোতনা তৈরি করে এবং হৃদয় মিশে যাওয়া কবিতার মত কোনো সত্য নির্ধারণ করে তা হলো ‘এমন দিনে তারে বলা যায়’।’
বসুন্ধরা হাউজিং নিবেদিত নাটকটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। নাটকটির প্রযোজক ক্যাপিটাল ড্রামার হেড অব কনটেন্ট আনোয়ারুল আলম সজল। এছাড়া নাটকটিতে রয়েছে “কাজল চোখে ভালবাসা” শিরোনাম এর একটি গান। নীল মাহাবুবের রচনায় ও শরিফুল ইসলাম এর সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব। গানটির সঙ্গিতায়োজন করেছে সাউন্ড হ্যাকার। ক্যাপিটাল ড্রামা কর্তৃক ইউটিউব চ্যানেলে আগামী ৩০ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে এ নাটকটি । ইতিমধ্যেই নাটকটির টিজার প্রকাশিত হয়েছে ।
উল্লেখ্য যে; ২০২৩ সালের (১৩ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে ‘বুক পকেটের গল্প’ দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন জাহিদ প্রীতম। এছাড়া তিলোত্তমা, ঘুমপরী, লিলুয়া এবং ফ্রেঞ্জি নির্মাণ করে ও দর্শকমহলে বেশ প্রশংসিত তিনি।