সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বুধবার, ১২ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে সংহতি জানালো মোহামেডান স্পোর্টিং ক্লাব যুক্তরাজ্য

প্রবাস ডেস্ক ::

ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদ এবং গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে সংহতি প্রকাশ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যুক্তরাজ্য। এলবিপিসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের ম্যাচ শুরুর আগে রবিবার (৫ অক্টোবর) পূর্ব লন্ডনের স্টেপনি গ্রীন ফুটবল মাঠে এই উদ্যোগ নেয় ক্লাবটি।

মাঠজুড়ে মোহামেডানের খেলোয়াড়রা ‘স্টপ দ্য জেনোসাইড’, ‘ফ্রি গাজা’, ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘পিস অ্যান্ড ফ্রিডম’, ‘এন্ড দ্য অকুপেশন’, ‘ফ্রিডম ফর প্যালেস্টাইন’— এমন বার্তা সংবলিত জার্সি পরে খেলায় অংশ নেন। তাদের পোশাকে ফিলিস্তিনের পতাকা এবং স্বাধীনতার পক্ষে নানা স্লোগানও প্রদর্শিত হয়।

খেলার মাঠে মানবতার প্রতি ভালোবাসা ও সংহতির এই আয়োজন উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। টিম ম্যানেজমেন্ট, খেলোয়াড় ও সমর্থকরা একযোগে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও অবিচল সংহতি প্রকাশ করেন।

এক বিবৃতিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব জানায়, “আমাদের এই উদ্যোগের উদ্দেশ্য হলো ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো, গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সচেতনতা জাগানো, এবং গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে সংহতি জানানো। স্বাধীন ফিলিস্তিন তাদের ন্যায্য অধিকার। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে এবং তাদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের পথ উন্মুক্ত করতে হবে।”

বিবৃতিতে আরও বলা হয়, “২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৬৭ হাজার ৭৪ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন, যাদের মধ্যে ২০ হাজার শিশু। সংবাদ সংগ্রহের সময় শহিদ হয়েছেন ৩৬৫ জন সাংবাদিক। এখনো হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং আহত হয়েছেন এক লাখ ৬৯ হাজারেরও বেশি মানুষ। আমরা এই বর্বরতা ও যুদ্ধের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানাই।”

ক্লাবটি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে গাজার প্রশাসক হিসেবে নিয়োগের প্রস্তাব দেওয়ার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, “এই প্রস্তাব মানবতা ও ন্যায়বিচারের সঙ্গে সরাসরি বিরোধপূর্ণ।”

শেষে মোহামেডান স্পোর্টিং ক্লাব গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে ইসরায়েলকে সব ধরনের আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারের দাবিও জানায়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: