সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বুধবার, ১২ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বড়লেখায় জমি বিরোধের জেরে হামলা: ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখায় জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে একই গ্রামের পারভেজ আহমদ, রাসেল আহমদ গংদের বিরুদ্ধে। এতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাতে বড়লেখা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বিছরাবন্দ গ্রামের আব্দুর রহিমের পরিবার ও এলাকার বাসিন্দারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুর রহিমের ছেলে মাছুম আহমদ।

তারা জানান, দীর্ঘদিন ধরে মৃত ইউসুব আলীর সন্তান পারভেজ আহমদ, সুহেল আহমদ ও রাসেল আহমদ গংদের সঙ্গে তাদের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

গত ৪ অক্টোবর পারভেজ আহমদ গংরা বিরোধপূর্ণ জায়গা থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আব্দুর রহিমের ছেলে জাহেদ আহমদ ও ভাতিজা মাছুম আহমদ বাধা দেন। এসময় স্থানীয় মুরব্বিরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান।

কিন্তু ওইদিন রাতেই পারভেজ আহমদ, সুহেল আহমদ, রাসেল আহমদসহ তাদের সহযোগীরা জাহেদ আহমদের দোকানে হামলা চালায়। তারা দোকানের মালামাল লুট করে নিয়ে যায় এবং জাহেদ আহমদসহ অন্তত ১০ জনকে মারাত্মকভাবে আহত করে। আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে জাহেদ আহমদ ও রেদওয়ান আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে এ ঘটনায় আব্দুর রহিম ৭ জনের নাম উল্লেখ ও ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে বড়লেখা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর থেকে আসামিরা প্রকাশ্যে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

এসময় পঞ্চায়েত কমিটির সভাপতি কামাল উদ্দিন ও উপদেষ্টা বাবুল আহমদ বলেন, “দীর্ঘদিন ধরে বিষয়টি মীমাংসার চেষ্টা করে আসছি। কিন্তু পারভেজ আহমদ গংরা পঞ্চায়েতের সিদ্ধান্ত অমান্য করছে এবং মুরব্বিদের অপমান করছে। এলাকাবাসী এখন শান্তি চায়।”

তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত তদন্তের মাধ্যমে হামলাকারীদের আইনের আওতায় এনে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও এলাকার শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা হোক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিছরাবন্দ গ্রামের মুরব্বি আব্দুল আজিজ, মইনউদ্দিন, আব্দুল মালিক, রিয়াজ উদ্দিন, আব্দুল কুদ্দুছ, আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: