cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
সরকারি ছাড়পত্র (জিও) না পাওয়ায় শেষ মুহূর্তে চীনের উচ্চশিক্ষা বিষয়ক প্রোগ্রামে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভিসি অধ্যাপক ড. হায়দার আলীর।
শনিবার (৫ জুলাই) সকালে শাবিপ্রবির কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ৬ থেকে ১১ জুলাই চীনের কুনমিং, উহান ও গুয়াংঝু প্রদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় সফর করবেন। সফরে শিক্ষা সহযোগিতা ও চুক্তি স্বাক্ষরের পাশাপাশি চীনা শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে।
প্রতিনিধি দলের সদস্যরা গত জুন মাসে সরকারি ছাড়পত্রের (জিও) জন্য আবেদন করেন। অধিকাংশ সদস্যের ছাড়পত্র ইতোমধ্যে দেওয়া হলেও শাবি ও কুবি ভিসি’র ছাড়পত্র এখনও মঞ্জুর হয়নি।
এ বিষয়ে কুবি ভিসি অধ্যাপক হায়দার আলী বলেন, ‘২৫ জুন আবেদন করেছি, কিন্তু এখনও ছাড়পত্র পাইনি।’
শাবিপ্রবি ভিসি অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী জানান, ‘২৩ জুন আবেদন করেছি। এখনো জিও লেটার আসেনি। অনুমোদন পেলেই যাত্রা করবো।’
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) নুরুন আখতার বলেন, ‘বৃহস্পতিবার আমরা ফাইলের সামারি তৈরি করেছি। এখনো চ্যান্সেলরের অনুমোদন আসেনি। তাই ছাড়পত্র দেওয়া যাচ্ছে না।’