cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
জৈন্তাপুর উপজেলা জমিয়তের কর্মি সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধী এ দেশের মানুষের ঈমান আকীদা রক্ষা থেকে শুরু করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা; নাগরিকের জান মাল মর্যাদা ও অধিকার রক্ষায় জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতি করে। তিনি আরও বলেন, জমিয়তের ইতিহাস বাদ দিয়ে দেশের স্বাধীনতার ইতিহাস পরিপূর্ণ নয়। দেশের মর্যাদা রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জমিয়তের রাজনীতির বিকল্প নেই৷
বুধবার (২৫ জুন) জৈন্তাপুর উপজেলা সদরের ঐতিহাসিক বটতলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়ত মহাসচিব উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সিলেটের বিভিন্ন জায়গার খনিজ সম্পদ রয়েছে, এগোলোর সংরক্ষণ এবং অবিলম্বে পাথর কোয়ারি খুলে দিন। মাফিয়াদের আমাদের কোনো সম্পর্ক নেই, অবহেলিত সিলেট ৪ আসনে এডভোকেট মুহাম্মদ আলীকে জমিয়তের পক্ষে নির্বাচন করার জন্য আজ আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছি।
উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে এবং মাওলানা মুহিব্বুল্লাহ ও মাওলানা কবির আহমদ এর যৌথ পরিচালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দীন খান, কেন্দ্রীয় আমেলা সদস্য মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় সদস্য ও সৌদী আরব জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা জাকারিয়া আহমদ, জেলা উত্তরের সিনিয়র সহ সভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী, সাধারন সম্পাদক মুফতি এবাদুর রহমান কাসেমী, কেন্দ্রীয় আমেলা সদস্য মাওলানা জয়নুল আবেদীন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ আলী। এছাড়াও সিলেটের ৬ আসনে জমিয়ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেবে।
প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট মুহাম্মদ আলী বলেন, জমিয়তে ইসলাম মুসলমানের স্বার্থে আদর্শের সাথে দেশের কল্যাণে রাজনীতি করে। অতীতে এই জৈন্তাপুরের মানুষ বারবার ধুঁকা খেয়েছে, অবহেলিত হয়েছে। আগামী নির্বাচনে আমরা খেজুর গাছের পক্ষে উন্নয়ন ও সমৃদ্ধ জৈন্তা গঠনের লক্ষ্যে প্রতিনিধিত্ব করতে চাই। এবার আপনারা আমাদের সাথে থাকলে ইনশাআল্লাহ, পরিবর্তন আসবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হরিপুর বাজার মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ হিলাল আহমদ, খরিলহাট মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানীফ, দারুল উলূম হেমু মাদরারাসার মুহতামিম মুফতি জিল্লুর রহমান কাসেমী, লাফনাউট মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা ফয়জুল করিম, গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নুরুল ইসলাম বৌলগ্রামী, জেলা উত্তরের সহ সভাপতি মাওলানা ওলিউর রহমান, জেলা উত্তর জমিয়তের সাংগঠণিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, জেলা উত্তরের প্রশিক্ষণ সম্পদাক মুফতি জামাল উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক মাওলানা রেজাউল করিম, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নিজাম উদ্দিম, জেলা উত্তর যুব জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা সালেহ আহমদ, সাধারন সম্পাদক মাওলানা মাসুম আল মাহদী, জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা জাকির আহমদ, খরিলহাট মাদরাসার শায়খুল হাদীস মাওলানা শফিকুর রহমান, নিজপাট মাদারাসার মুহতামিম মাওলানা আবদুল হামীদ, দরবস্ত আল মনসূর মাদরাসার সহ-মুহতামিম হাফেজ তাজুল ইসলাম, জমিয়ত নেতা হাফিজ জামাল উদ্দিন, মাওলানা উবায়দুল্লাহ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক হাফিজ শাহিদ হাতিমী প্রমুখ।-বিজ্ঞপ্তি