cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বড়লেখা প্রতিনিধি ::
সিলেটের বড়লেখায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে হামলা, জাল ভোট ও এজেন্টদের উপর নির্যাতনের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার (২০ জুন) রাতে বড়লেখা থানায় মামলাটি দায়ের করেন বড়লেখা পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—সাবেক বন ও পরিবেশমন্ত্রীর এপিএস কবির আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিন, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি জালাল আহমদ, জেলা যুবলীগ সদস্য সালেহ আহমদ জুয়েল, উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবুল আহমদ, যুবলীগ নেতা মস্তফা উদ্দিন বাদল, মিজানুর রহমান টিটু, সাইফুল ইসলাম, আউয়াল আহমদ, জামাল উদ্দিন, ফখরুল ইসলাম এবং পৌর ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান প্রমুখ।
এজাহারে বাদী অভিযোগ করেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোটের দিন তিনি ধানের শীষ প্রতীকের এজেন্ট হিসেবে গাজিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। ওইদিন সকালেই জাকির হোসেন, সাইদুল ইসলাম ও সাবুল আহমদের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মারতে থাকে। বাধা দিলে বিএনপির এজেন্টদের উপর হামলা চালানো হয়।
তিনি আরও উল্লেখ করেন, দুই নম্বর আসামি সাইদুল ইসলাম লাইসেন্সকৃত পিস্তল ও রামদা দিয়ে হামলায় অংশ নেন এবং ধানের শীষের সমর্থকদের রক্তাক্ত জখম করেন। বিএনপি কর্মী ও সাধারণ ভোটারদের কেন্দ্র থেকে বের করে দিয়ে তারা ভোটকেন্দ্রে ত্রাসের রাজত্ব কায়েম করেন এবং ব্যালট পেপারে নিজেরা সিল মেরে ফল পাল্টে দেওয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্যা বলেন, “মামলাটি গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”
ঘটনার পাঁচ বছর পর এই মামলা দায়ের হওয়ায় বড়লেখা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।