সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
রবিবার, ২২ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ভারী বর্ষণে মাধবকুণ্ডে দেবে গেছে রাস্তা : ঈদে পর্যটকদের জন্য সতর্কতা জারি

বড়লেখা প্রতিনিধি :

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের অন্যতম প্রাকৃতিক পর্যটন কেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে যাওয়ার রাস্তার প্রায় ৩৫ মিটার অংশ দেবে গেছে। ফেটে গেছে পাশের গাইডওয়ালও। এতে ঈদ সামনে রেখে পর্যটকদের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয় বনবিভাগ জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে দেবে যাওয়া স্থানে বালুর বস্তা ফেলে সাময়িকভাবে রাস্তাটি মেরামত করে চলাচল উপযোগী করা হয়েছে। পাশাপাশি, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে লাল পতাকা ও সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো হয়েছে।

বনবিভাগের বড়লেখা রেঞ্জের দায়িত্বে থাকা সহকারী বন সংরক্ষক মো. রেজাউল মৃধা জানান, ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়। এর আগেও ২০১৭ সালে একই স্থানে ধস দেখা দিয়েছিল। এবারের ঘটনাটি তিনি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

সরেজমিনে দেখা গেছে, মাধবকুণ্ড ইকোপার্কের পর্যটন রেস্তোরার সামনে রাস্তার একটি বড় অংশ দেবে গেছে। পাশের গাইডওয়াল ফেটে গেছে এবং রেলিং বেঁকে গেছে। জলপ্রপাতে নামার সিঁড়ির নিচের মাটি সরে যাওয়ায় তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে অনেক পর্যটক এখন আসা কমিয়ে দিয়েছেন।

পর্যটনে আসা শিক্ষার্থী আব্দুল আলিম, আশিক হাসান, আছের উদ্দিন ও রনি আহমেদ বলেন, “আমরা মাধবকুণ্ডের সৌন্দর্য দেখতে অনেক দূর থেকে এসেছি। কিন্তু রাস্তার অবস্থা দেখে ভয় পেয়েছি। ঝুঁকি নিয়ে হলেও দেখে যাচ্ছি।”

স্থানীয় ক্যামেরাম্যান জুয়েল আহমদ জানান, “সাম্প্রতিক বৃষ্টিতে রাস্তা দেবে গিয়েছিল। এখন মেরামত করা হয়েছে। তবে পর্যটকের সংখ্যা আগের চেয়ে কম। আশা করছি, ঈদের সময় ভিড় বাড়বে।”

মাধবকুণ্ড পর্যটন পুলিশের এসআই সুমন সিংহ বলেন, “বৈরি আবহাওয়ার মধ্যেও আমরা সতর্ক অবস্থানে আছি। এখনও পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি।”

বনবিভাগ পর্যটকদের অনুরোধ জানিয়েছে, ঈদের ছুটিতে ঘুরতে এসে যেন সবাই সতর্কতার সঙ্গে মাধবকুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: