সর্বশেষ আপডেট : ৪ মিনিট ১০ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

এমসি কলেজে নববধূকে গণধর্ষণ মামলা: ভিকটিমের সাক্ষ্য গ্রহণ

স্টাফ রিপোর্টার ::

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে জিম্মি করে নববধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগী নারী। মঙ্গলবার (৩ জুন) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে ‘ক্যামেরা ট্রায়ালের’ মাধ্যমে তার সাক্ষ্য গ্রহণ করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আবুল হোসেন পিপি। তিনি জানান, মামলাটি স্পর্শকাতর হওয়ায় সাক্ষ্যগ্রহণের সময় আদালতে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার অনুমতি ছিল।

এর আগে, গত ২৬ মে মামলার বাদী ও ভুক্তভোগীর স্বামী আদালতে সাক্ষ্য দেন। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ১৮ জুন নির্ধারণ করা হয়েছে। এ সময় মামলায় আটক থাকা ছাত্রলীগ ক্যাডার পরিচয়ধারী ৮ আসামিকেই আদালতে হাজির করা হয়েছিল।

আদালত সূত্রে জানা যায়, মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে গত মে মাসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয় এবং সেখানেই সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এখন পর্যন্ত মামলার বাদী, ভুক্তভোগীসহ চারজন সাক্ষ্য দিয়েছেন। তবে বাদীর সাক্ষ্যে অসন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। কারণ, তিনি এজাহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বক্তব্য না দেওয়ায় তাকে ‘বৈরী সাক্ষী’ ঘোষণা করে জেলহাজতে রেখে সাক্ষ্যগ্রহণের আবেদন করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে নববধূকে দলবদ্ধ ধর্ষণের ভয়াবহ ঘটনা ঘটে। ওই ঘটনায় শাহপরান থানায় দায়ের করা মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুইজনকে আসামি করা হয়। পরবর্তীতে পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে তিন দিনের মধ্যে আটজনকেই গ্রেপ্তার করে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ডিএনএ পরীক্ষায় আট আসামির মধ্যে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের আলামতের প্রমাণ মেলে। ২০২১ সালের ৩ ডিসেম্বর শাহপরান থানার তৎকালীন তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযুক্তরা হলেন— টিলাগড় এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতাদের আশীর্বাদপুষ্ট ছাত্রলীগ ক্যাডার সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল এবং মাহফুজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: