সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
রবিবার, ২২ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

লাউয়াছড়া বনে ভয়াবহ ডাকাতি, অন্তত ২০ যাত্রী আহত

মৌলভীবাজার সংবাদদাতা ::

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাগড়াবাড়ি অংশে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতরা একাধিক যানবাহনে হামলা চালায়। এতে অন্তত ২০ জন যাত্রী ও চালক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশ পরা প্রায় ১৫-২০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে রাতের আঁধারে সড়কে গাছ ফেলে ২০-২৫টি সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপ ভ্যান আটকে ফেলে। পরে তারা যাত্রীদের ওপর হামলা চালিয়ে নগদ টাকা, মোবাইল ফোন এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

আহতদের মধ্যে আছেন ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া ও তাহমিদসহ অনেকে। গুরুতর আহত আটজনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

একজন ভুক্তভোগী বলেন, “প্রাইভেটকারে করে শ্রীমঙ্গলে ফিরছিলাম। সড়কে গাছ পড়ে থাকতে দেখে থামতেই ডাকাতরা অতর্কিতে হামলা চালায়।”

অন্য এক যাত্রী জানান, “অস্ত্রের ভয় দেখিয়ে আমার টাকা ও মোবাইল নিয়ে যায়। এমনকি দা দিয়ে এলোপাতাড়ি কোপানোর ঘটনাও ঘটে।”

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, “ডাকাতির খবর পেয়ে রাত ১০টায় পুলিশ ঘটনাস্থলে যায়, তবে অভিযুক্তরা পালিয়ে যায়। সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: