সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
রবিবার, ২২ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শাবি ছাত্রলীগের সাবেক সভাপতির ছুরিকাঘাতে প্রেমিকা আহত

সুনামগঞ্জ সংবাদদাতা ::

বিয়ের খবর জানতে পেরে ক্ষিপ্ত হয়ে প্রেমিকাকে ছুরিকাঘাত করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাখার সাবেক সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ (২৮)। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের নৌকাখালী গ্রামে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সিলেটে আত্মগোপনে ছিলেন।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে সুনামগঞ্জ শহরের হাসননগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর তিনি নিজেকেও ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে গুরুতর আহত অবস্থায় প্রেমিকা ও পার্থ দুজনই সিলেটের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত তরুণী (২৬) শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে সুনামগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পার্থ ও তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর তরুণী অন্যত্র বিয়ের সিদ্ধান্ত নেন। আগামী ১ জুন ছিল তার বিয়ের নির্ধারিত দিন। এ উপলক্ষে তিনি ভাইয়ের বাসায় ছিলেন।

ঘটনার দিন বিকেলে ভাবির সঙ্গে পার্লারে যাওয়ার সময় হাসননগরের একটি দোকানে পার্থ উপস্থিত হন এবং একপর্যায়ে তরুণীকে ডেকে নিয়ে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। তরুণীর শরীরে অন্তত ১০টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি গভীর। আহত অবস্থায় প্রথমে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই তার অস্ত্রোপচার করা হয়। তরুণীর অবস্থা আশঙ্কাজনক।

ছুরিকাঘাতের পর পার্থ পালিয়ে শহরের ধোপাখালী শ্মশানঘাট এলাকায় যান এবং সেখানে নিজের শরীরেও ছুরি চালান। পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

আহত তরুণীর পরিবারের অভিযোগ, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর থেকে পার্থ তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। বিষয়টি পরিবারকেও জানানো হয়েছিল।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মনিবুর রহমান জানান, “সঞ্জীবন চক্রবর্তী পার্থকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: