সর্বশেষ আপডেট : ২৩ মিনিট ২৪ সেকেন্ড আগে
সোমবার, ১৬ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

আইসিইউ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন নাট্যজন মামুনুর রশীদ

ডেইলি সিলেট ডেস্ক:

বিশিষ্ট নাট্যজন ও অভিনেতা মামুনুর রশীদ যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে আইসিইউ থেকে বাড়ি ফিরেছেন। ফুসফুসে ডাবল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ছয় দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। বর্তমানে তিনি দেশটিতে তার ছেলে আদিবের বাসায় বিশ্রামে রয়েছেন।

গত ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মামুনুর রশীদ। বিমানে ওঠার পরই শারীরিকভাবে অসুস্থ বোধ করেন তিনি। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরপরই নেওয়া হয় হাসপাতালে, যেখানে পরীক্ষায় ধরা পড়ে তার ফুসফুসের দুই পাশেই নিউমোনিয়ার সংক্রমণ রয়েছে এবং রক্তে ইনফেকশন হয়েছে।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ডাবল নিউমোনিয়া হয়ে গিয়েছিল। রক্তে ইনফেকশনও ছিল। ডাক্তাররা সপ্তম দিনে ছেড়েছে। এখন একটু ভালোর দিকে আছি।”

এদিকে, গত ২ মে অভিনেতা মামুনুর রশীদের বিরুদ্ধে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। মামলায় সাংবাদিক, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ২০১ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে মামুনুর রশীদও রয়েছেন।

মামলার প্রতিক্রিয়ায় তার নেতৃত্বাধীন নাট্যদল ‘আরণ্যক’ এক বিবৃতিতে বলেছে, “মামুনুর রশীদের মতো একজন ব্যক্তিকে এমন একটি মামলায় আসামি করা মানে মানবিকতা ও সংস্কৃতিচর্চার বিরুদ্ধে ষড়যন্ত্র করা।” দলটি আরও উল্লেখ করে, “তিনি সারাজীবন শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে নিবেদিত ছিলেন।”

১৯৭২ সালে প্রতিষ্ঠিত আরণ্যক নাট্যদলের নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশের নাট্যচর্চায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। একই সঙ্গে তিনি নির্দেশনা, অভিনয় ও নাট্যলেখায়ও সমানভাবে সক্রিয় রয়েছেন।

জনপ্রিয় এই নাট্যব্যক্তিত্বের দ্রুত আরোগ্য কামনা করছেন সংস্কৃতি অঙ্গনের সহকর্মী ও শুভানুধ্যায়ী মহল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: