সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
রবিবার, ২২ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শিশুনির্যাতন মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ তিন আসামির কারাগারে

স্টাফ রিপোর্টার ::

সিলেটে শিশুকে অমানবিকভাবে নির্যাতনের মামলায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ তিনজন আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ মে) আসামিরা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী ইদিআমিন লিওন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামি নানু মিয়া (৩৫) ও ৫ নম্বর আসামি বারিক মিয়া এখনো পলাতক রয়েছেন। এর আগে তিন আসামি উচ্চ আদালতে জামিনের আবেদন করলে হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

জেলহাজতে পাঠানো তিন আসামি হলেন, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়েক আহমদ মেম্বার (পিতা: মৃত আব্দুল আহাদ, গ্রাম: কালিজুরি মটুককুনা), লোকমান মিয়া (পিতা: কাহানুর মিয়া, গ্রাম: সদরপুর মটুককুনা), সুমন আহমদ (পিতা: জলিল মিয়া, গ্রাম: কালিজুরি মটুককুনা)।

উল্লেখ্য, গত ১৬ মার্চ বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের রুহেল মিয়ার শিশুসন্তান অলিউর রহমানকে গরু চুরির অপবাদ দিয়ে অভিযুক্ত ব্যক্তিরা ধরে নিয়ে যান সাবেক চেয়ারম্যান লায়েক আহমদের বাড়িতে। সেখানে ঘরের গ্রিলের সঙ্গে বেঁধে শিশুটিকে অমানবিকভাবে নির্যাতন করা হয়। ঘটনার দুদিন পর, ১৮ মার্চ অলিউর রহমানের মা জলি বেগম বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: