সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বুধবার, ২৫ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজে মেক্সিকোর নৌবাহিনীর জাহাজের সজোরে ধাক্কা, হতাহত ২১

ডেইলি সিলেট ডেস্ক ::

মেক্সিকোর নৌবাহিনীর পালতোলা জাহাজ কুয়াউহতেমোক শনিবার রাতে নিউইয়র্ক শহরের ব্রুকলিন ব্রিজে সজোরে ধাক্কা দিলে অন্তত দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।

সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে মেয়র অ্যাডামস লেখেন, এই মুহূর্তে জাহাজে থাকা ২৭৭ জনের মধ্যে ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও ২ জন দুঃখজনকভাবে তাদের আঘাতের কারণে প্রাণ হারিয়েছেন।’

সংবাদমাধ্যম সিএনএনকে একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা জানান, নিহত দুই ব্যক্তি জাহাজের একটি মাস্ট (পালতোলা স্তম্ভ) থেকে পড়ে যান। তাদেরকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়। ওই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার পর জাহাজটিকে নিউইয়র্কের পিয়ার ৩৬-এ স্থানান্তর করা হয়েছে।

নগর কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছিলেন, ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে জাহাজটি ব্রিজে ধাক্কা খেতে পারে, তবে তারা সতর্ক করে বলেছেন যে এই মুহূর্তে পাওয়া সব তথ্যই প্রাথমিক। দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন রয়েছে।

এর আগে, স্থানীয় সময় শনিবার (১৭ মে) রাত ৮টা ২৬ মিনিটের দিকে পালতোলা প্রশিক্ষণ জাহাজটি ব্রুকলিন ব্রিজের নিচের অংশে আঘাত হানে বলে সিএনএনকে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগের একজন মুখপাত্র। নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, এই দুর্ঘটনায় মোট ১৯ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা ‘গুরুতর’।

মেক্সিকান নৌবাহিনী এক্স-এ (সাবেক টুইটার) স্প্যানিশ ভাষায় প্রকাশিত এক পোস্টে জানায়, ‘নিউইয়র্কে কুয়াউহতেমোক পালতোলা জাহাজ ফিরে যাওয়ার সময় ব্রুকলিন ব্রিজের সঙ্গে একটি ঘটনা ঘটে, যা প্রশিক্ষণ জাহাজটিকে ক্ষতিগ্রস্ত করে এবং সাময়িকভাবে প্রশিক্ষণ ক্রুজের অগ্রগতি থামিয়ে দেয়।’

পোস্টে আরও বলা হয়, ‘নৌবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ কর্মীদের ও ক্ষয়ক্ষতির অবস্থা পর্যালোচনা করছে এবং সহায়তা দিচ্ছে।’

নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, তারা ব্রুকলিন ব্রিজের নিচের ঘটনার জবাবে উদ্ধার কাজ করছে। এক্স-এ প্রকাশিত এক বার্তায় সংস্থাটি জানায়, ‘পরিস্থিতি এখনো চলমান এবং বিস্তারিত তথ্য এখনো নিশ্চিতভাবে পাওয়া যায়নি।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: