cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
তথ্য-প্রযুক্তি ডেস্ক ::
বিশ্বজুড়ে মহাকাশে মানব বসতি স্থাপন নিয়ে অনুষ্ঠিত অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা “NSS Gerard K. O’Neill Space Settlement Contest 2025”-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল। যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল স্পেস সোসাইটি (NSS) কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতার লার্জ গ্রুপ (গ্রেড ৯) বিভাগে প্রথম স্থান অর্জন করেছে গ্লেনরিচের নয় সদস্যের একটি দল।
বিজয়ী দল তাদের ‘চিরন্তন আশ্রয়’ শীর্ষক প্রকল্পে বামন গ্রহ সেরেসে স্বনির্ভর মহাকাশ বসতির ধারণা উপস্থাপন করে। এটি জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের সংকট এবং মহাজাগতিক বিপর্যয়ের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, এই বসতিতে এক লাখ মানুষের আবাসন ব্যবস্থা, মোবিয়াস স্ট্রিপ অনুপ্রাণিত সৌর প্যানেল এবং টেকসই জীবনযাত্রার ধারণা অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রথম স্থান অর্জনকারী দলের সদস্যরা হলেন:
অদ্বৈত ভাস্কর, আহমাদ আবদুল্লাহ, আয়শা আফসারা ইয়াসমিন, সিয়াম আহমেদ, ইব্রাহিম আমিন, মুহায়ের মনযুর, আহনাফ তাহমিদ আরিয়ান, সাফওয়ান চৌধুরী এবং কাজী আফসান রওনাক আনান।
এছাড়া, গ্লেনরিচ স্কুলের আরেকটি দল ‘এক্সসার্টা’ প্রকল্পের জন্য স্মল গ্রুপ (গ্রেড ৯) বিভাগে দ্বিতীয় স্থান এবং তৃতীয় একটি দল ‘অ্যাটলাস’ প্রকল্প উপস্থাপন করে লার্জ গ্রুপ (গ্রেড ১১) বিভাগে ‘অনারেবল মেনশন’ লাভ করেছে।
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ড. অম্লান কে সাহা বলেন, “এই অর্জন পুরো স্কুলের জন্য গর্বের। শিক্ষার্থীরা শুধু একটি প্রকল্প নয়, বরং মানবজাতির ভবিষ্যৎ নিয়ে একটি টেকসই চিন্তা উপস্থাপন করেছে। তাদের নিষ্ঠা ও সৃজনশীলতা সত্যিই প্রশংসনীয়।”
বিজয়ী দলের সদস্য আহমাদ আবদুল্লাহ বলেন, “প্রায় ৫৫ দিন ধরে আমরা নিরলসভাবে কাজ করেছি। আজ আমাদের পরিশ্রম স্বার্থক হয়েছে। আমরা ভবিষ্যতের জন্য একটি নিরাপদ, টেকসই বিকল্প চিন্তা করেছি।”
প্রতিযোগিতায় এ বছর রোমানিয়া, আয়ারল্যান্ড, বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রসহ প্রায় ২৫টি দেশের ২৬ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে, যেখানে ৪,৯০০টিরও বেশি প্রকল্প জমা পড়ে।
টানা তৃতীয় বছরের মতো গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় সাফল্য অর্জন করলো। এই ধারাবাহিকতা বাংলাদেশের জন্য গর্বের এবং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক এক অর্জন।