সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কাকে ‘তন্ত্রমন্ত্র’ করতে চান তামান্না ভাটিয়া?

ডেইলি সিলেট ডেস্ক ::

ভারতের তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে মুম্বাই ভিত্তিক হিন্দি সিনেমার রুপালী জগত বলিউডে জায়গা করে নিয়েছেন হার্টথ্রব অভিনেত্রী তামান্না ভাটিয়া। ওয়েব সিরিজ, সিনেমা এবং ওটিটিতে অভিনয়ের পাশাপশি সম্প্রতি আইটেম গার্ল হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন এ লাস্যময়ী।

সম্প্রতি অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে বিচ্ছেদ নিয়ে কঠিন সময় পার করছেন তামান্না। ‘ওডেলা ২’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে সাংবাদিকদের ব্যক্তিগত জীবন ভাল না যাওয়ার গল্প শোনালেন তিনি।
সংবাদ সম্মেলনে ‘কঠিন সময়ে নিজেকে কীভাবে সামলান’- এমন প্রশ্নের জবাবে তামান্না বলেন, ‘আমার মনে হয়, জীবনে যখন কোনো কঠিন সময় আসে বা কোনো সমস্যার মধ্য দিয়ে আমরা যাই, তখন বাইরে কোনো অবলম্বন খোঁজার চেষ্টা করি। কিন্তু আমি মনে করি, আমরা যা চাই, তা আমাদের ভেতরেই আছে। তাই বাইরে কোনো কিছু খোঁজার প্রয়োজন আমাদের নেই। আমরা যদি সত্যি করে নিজেদের ভেতরে উঁকি মেরে দেখি, তাহলে আমরা আমাদের সব সমস্যার সমাধান পেয়ে যাব।’

‘ওডেলা ২’ ছবির ট্রেলারে তামান্নাকে তন্ত্রমন্ত্র করতে দেখা গেছে। বিষয়টিকে ইঙ্গিত করে এক সাংবাদিক তামান্নাকে প্রশ্ন করেন, বাস্তবে কার ওপর তন্ত্রমন্ত্রবিদ্যা প্রয়োগ করতে চান তিনি?

তামান্না মজার সুরে জবাব দেন, ‘এটা তো আপনার ওপর করতে হবে। তাহলে সব পাপারাজ্জি আমার হাতের মুঠোতে চলে আসবে। আর আমি যা বলব, সব পাপারাজ্জি সেটাই শুনবেন।’

সিনেমাটির প্রথম পর্বে সফলার বিষয়ে অভিনেত্রী বলেন, ‘কোনো সিনেমা একজনের কারণে চলে না। একটা ছবির পেছনে গোটা দলের পরিশ্রম থাকে। তাই আমি একা এ কৃতিত্ব নিতে পারি না। এই ছবি যদি সফলতা পায়, তাহলে আমরা আরও পর্ব নির্মাণ করব।’ আগামী ১৭ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে ‘ওডেলা ২’।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: