সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কুলাউড়া ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৫১জনের মনোনয়নপত্র দাখিল

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে অংশগ্রহণের জন্য ৫১জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (৮এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের দিনে বিকেল ৫টা পর্যন্ত ব্যবসায়ী সমিতির কার্যালয়ে মনোনয়নপত্র ক্রয়কারী ৫৪জন প্রার্থীর মধ্যে ৫১জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক খন্দকার লুৎফুর রহমান জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২৬এপ্রিল শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯এপ্রিল বুধবার বাছাই, ১০এপ্রিল বৃহস্পতিবার প্রত্যাহার ও ১২এপ্রিল শনিবার প্রতীক বরাদ্দ দেয়া হবে। তিনি বলেন, এ নির্বাচনে সভাপতি পদে ১জন, সহ-সভাপতি ২জন, সাধারণ সম্পাদক ১জন, সহ-সাধারণ সম্পাদক ২জন, কোষাধ্যক্ষ ১জন, দপ্তর সম্পাদক ১জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ১জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ১জন এবং নারী উদ্যোক্তা বিষয়ক সম্পাদক (শুধুমাত্র মহিলা ব্যবসায়ীদের জন্য) ১জন। এছাড়া ৮টি ওয়ার্ডের প্রত্যেকটিতে ১জন ওয়ার্ড সম্পাদক ও ২জন করে ওয়ার্ড সদস্য পদসহ নির্বাচনে ৩৫পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র ক্রয়কারীরা হলেন- সভাপতি পদে বদরুজ্জামান সজল ও আশরাফুল আলম রাজা, সাধারণ সম্পাদক পদে এম আতিকুর রহমান আখই ও আবুল কাশেম, সহ-সভাপতি পদে হাজী রফিক মিয়া ফাতু, নির্মাল্য মিত্র সুমন ও ডা. মো. কুতুব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে সাইফুর রহমান, ইকবাল হোসেন সুমন, মো. আলমাছ পারভেজ তালুকদার, ইসলাম উদ্দিন ও মো. শাহিন মিয়া, কোষাধ্যক্ষ পদে মো. বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মাও এনামুল ইসলাম ও আব্দুল করিম বাচ্চু, প্রচার ও প্রকাশনা পদে এইচডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বেলায়েত হোসেন লাভলু, নারী উদ্যোক্তা সম্পাদক পদে সুফিয়া রহমান ইতি। এ ছাড়াও ১নং ওয়ার্ড সম্পাদক পদে নজরুল ইসলাম, সদস্য রিংকু বর্ধন, নাইমুল ইসলাম ও ইমন মিয়া, ২নং ওয়ার্ড সম্পাদক পদে শেখ মো. সুমন, সদস্য মারুফ আহমদ জালাল ও জহিরুল ইসলাম এসু, ৩নং ওয়ার্ড সম্পাদক পদে কামাল আহমদ, জনি খান ও আব্দুল মতলিব, সদস্য শেখ মো. আছকর আলী ও আব্বাছ আলী, ৪নং ওয়ার্ড সম্পাদক পদে মো. গৌছ মিয়া, মুহিবুর রহমান জাবেদ ও মো. আজির উদ্দিন, সদস্য মো. হায়দার আলী ও আব্দুল মান্নান, ৫নং ওয়ার্ড সম্পাদক পদে জাকির হোসেন ও মো. আকরম আলী, সদস্য এনামুল হক ও আবুল কালাম রাসেল, ৬নং ওয়ার্ড সম্পাদক পদে জুবের খান, মো. খায়রুল ইসলাম ও ইকবাল আহমদ দিপু, সদস্য জসিম মিয়া, নজরুল ইসলাম সোনা, কামাল আহমদ ও আব্দুল হান্নান সোহাগ, ৭নং ওয়ার্ড সম্পাদক পদে মো. হাফিজুর রহমান ও আজিজুর রহমান খালেদ, সদস্য ওয়াহিদুল ইসলাম শিপন ও শাহাদাত খান, ৮নং ওয়ার্ড সম্পাদক পদে আতিকুল ইসলাম ও সদস্য সুদীপ আচার্য, নাজিম বখশ ও মো. মোস্তফা।

তাদের মধ্যে মনোনয়নপত্র জমাদানের দিনে সহ-সাধারণ সম্পাদক পদে মো. শাহিন মিয়া ও ৫নং ওয়ার্ড সম্পাদক পদে মো. আকরম আলী এবং ৭নং ওয়ার্ড সম্পাদক পদে মো. হাফিজুর রহমান মনোনয়নপত্র জমা করেননি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: