সর্বশেষ আপডেট : ২২ ঘন্টা আগে
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

গ্রাম পুলিশের দক্ষতা বাড়াতে সিলেটে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার ::

গ্রাম পুলিশ বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে সারাদেশের ১৬টি উপজেলায় একযোগে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় সিলেট সদর উপজেলা পরিষদ হলরুম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন এনআইএলজি’র মহাপরিচালক (গ্রেড-১) মো. আব্দুল কাইয়ূম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রশিক্ষণ একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি ঘরের খবর রাখেন যারা, তারা হলেন গ্রাম পুলিশ। এই বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণে আইনের বিভিন্ন ধারা সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ থাকবে, যা তাদের পেশাগত জীবনে বড় সহায়ক হবে।”

তিনি আরও জানান, “৬৮টি ক্লাসের মাধ্যমে একটি চমৎকার প্রশিক্ষণ সূচি তৈরি করা হয়েছে। সরকারের অর্থায়নে পরিচালিত এই প্রশিক্ষণের প্রতিটি মুহূর্ত যেন কাজে লাগে, তা নিশ্চিত করতে হবে। গ্রাম পুলিশগণ যদি মনোযোগ দিয়ে কোর্সটি সম্পন্ন করেন, তাহলে একজন দক্ষ গ্রাম পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। তিনি বলেন, “এই প্রশিক্ষণ শুধু আনুষ্ঠানিকতা নয়, বাস্তব জীবনে এর প্রয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্রাম পুলিশের দায়িত্ব পালনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, এনআইএলজি’র যুগ্মপরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মো. জাহিদ আখতার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার, সিলেট সদর ইউএনও খোশনূর রুবাইয়াৎ, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সিলেট মহানগর মো. আলীম উল্লাহ খান এবং আনসার ভিডিপির সহকারী কমান্ড্যান্ট তানিয়া আক্তার।

এছাড়া ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ।

সিলেট সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ সদস্য এই মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। একইসাথে দেশের আরও ১৫টি উপজেলায়ও একযোগে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

এ প্রশিক্ষণ কোর্স গ্রাম পুলিশ বাহিনীকে আরও দায়িত্বশীল, সচেতন ও দক্ষ করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: