cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সিলেট নগরীতে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিলেট মহানগর পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে।
গতকাল সোমবার (৭ এপ্রিল) দিবাগত গভীর রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটি পাড়া এলাকার মো. রাজা মিয়ার ছেলে মো. রাজন, একই জেলার হাছানগর এলাকার বাসিন্দা (বর্তমানে সিলেট নগরীর কাজীটুলার) আরব আলীর ছেলে ইমন এবং কাজীটুলার দ্বীন ইসলামের ছেলে মো. রাকিব। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি জিয়াউল হক জানান, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমানরা বিক্ষোভ করেছেন। সিলেটেও এ কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও মিছিল হয়। তবে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি এই সুযোগে কেএফসি, বাটা, ইউনিমার্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ১০ জনকে আটক করা হয়েছে। এছাড়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।