cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
দক্ষিণ সুরমা সংবাদদাতা ::
সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী কদমতলী এলাকার পরিবেশ ধ্বংসের মুখে—এমন শঙ্কা প্রকাশ করে এলাকাবাসী জানিয়েছেন, সম্প্রতি বহিরাগত অপরাধীরা এখানে আস্তানা গড়ে তুলেছে। গত শনিবার রাত সাড়ে ৮টায় বৃহত্তর কদমতলীবাসীর উদ্যোগে আয়োজিত এক জরুরি সভায় বক্তারা কদমতলীর ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা এবং অসামাজিক কার্যকলাপ বন্ধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল হক। তিনি বলেন, “দক্ষিণ সুরমার বড় পদের বিএনপি ও জামায়াত নেতাসহ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলদের নিয়ে একটি বড় পরিসরের সভা করে কদমতলীর অপরাধ দমন জরুরি হয়ে পড়েছে। মাদক, সন্ত্রাস, অনৈতিক কার্যকলাপ—সবই রোধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে।”
সমাজসেবী মির্জা আলী আশরাফ পরিচালনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কদমতলীর বিশিষ্ট মুরব্বী এম এ মন্নান, বিএনপি নেতা মকবুল হোসেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ইছাক মিয়া, জামায়াত নেতা রুস্তুম আলম কুদ্দুস, ব্যবসায়ী কয়েস আহমদ, দরিয়া শাহ (রহ.) মাজার মসজিদের কোষাধ্যক্ষ আফছর আহমদ, কলেজ শিক্ষক ইমরান বকস, সাংবাদিক এম এ মালেক, এবং আরও অনেক সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
বক্তারা অভিযোগ করেন, হোটেল ও কলোনিগুলোতে চলছে অসামাজিক কার্যকলাপ, হুমায়ুন রশিদ চত্বরে গড়ে উঠেছে নকল স্বর্ণ ব্যবসা, বাড়ছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। ভারতীয় তীর জুয়াও কদমতলীতে অবস্থান নিয়েছে। তারা এসব অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় এলাকার বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে এবং কদমতলীর শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় প্রশাসনের সহায়তায় ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করা হবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।