cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে প্রায় তিন কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে যাত্রামুড়া এলাকায় একটি ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষের পর এই যানজটের সৃষ্টি হয়। এতে কাঁচপুর থেকে বিশ্বরোড পর্যন্ত যানবাহন চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার কারণে যানজট তৈরি হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে, তবে স্বাভাবিকভাবেই সড়কে গাড়ির প্রচুর চাপ রয়েছে।”
এদিকে, যানজটে আটকে পড়া যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরি কাজে বের হওয়া মানুষ, বিশেষ করে কর্মজীবীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
স্থানীয় বাসিন্দাদের মতে, সিলেট মহাসড়কের সোনারগাঁ অংশের রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। এক লেনের রাস্তার কারণে প্রায়শই যানজট লেগে থাকে।
একটি জরিপে দেখা গেছে, মহাসড়কের এই অংশে গত তিন মাসে অন্তত ১০টি দুর্ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই বড় যানবাহনের কারণে। যানবাহন চালকদের অভিযোগ, রাস্তার সংকীর্ণতা ও অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থাপনাই বারবার দুর্ঘটনার মূল কারণ।
একজন ট্রাকচালক জানান, “সকাল থেকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। রাস্তা সরু, তার ওপর দুর্ঘটনা ঘটলে পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়।”
ভোগান্তি নিরসনে দ্রুত ব্যবস্থা না নিলে এই মহাসড়কে যানজট আরও প্রকট হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।