cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ওসমানীনগর সংবাদদাতা ::
সিলেটের ওসমানীনগর উপজেলার আইলাকান্দি গ্রামের একটি ধানক্ষেত থেকে মাখন মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শরীরে জখমের চিহ্ন ও রক্তাক্ত অবস্থায় শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাখন মিয়া উপজেলার কুরুয়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। তিনি ওসমানীনগরের তাজপুর ইউনিয়নের আইলাকান্দি গ্রামে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার (২১ মার্চ) রাত ১১টার দিকে মাখন মিয়া প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। পরদিন দুপুরে বাড়ির পাশের ধানক্ষেতে রক্ত ও তাঁর জুতা দেখতে পান স্বজনরা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ধানক্ষেতে মাখন মিয়ার লাশ পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. আশরাফুজ্জামান ও ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া। পুলিশ বলছে, হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।