cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
রাসেল আহমদ, কার্ডিফ : ব্রিটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কার্ডিফের জালালিয়া মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) আয়োজিত এ মাহফিলে কমিউনিটির বিশিষ্টজনসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ট্রাস্টি ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এবং সঞ্চালনায় ছিলেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যতম পরিচালক শেখ মোহাম্মদ আনোয়ার। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মোক্তাদির, কমিউনিটি সংগঠক আলহাজ লিয়াকত আলী, শাহ গোলাম কিবরিয়া ও আনসার মিয়া।
মসজিদ কমিটি ও কমিউনিটির নেতৃবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ ইফতার মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সমৃদ্ধি এবং কমিউনিটির উন্নয়নের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা রমজানের ফজিলত, ইফতার করানোর গুরুত্ব ও ইসলামের শিক্ষা সম্পর্কে আলোচনা করেন। বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ট্রাস্টি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, “রমজান পাপমোচনের মাস, এই মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তা তার পাপ মোচন ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে।”
জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মোক্তাদির বলেন, “রমজান মাস সহমর্মিতার মাস। মহানবী (সা.) বলেছেন, এই মাসে মুমিনদের উচিত অন্যের কষ্টে ব্যথিত হওয়া এবং প্রতিবেশীদের খোঁজখবর রাখা।”
হাফিজ মাওলানা ফারুক আহমেদ বলেন, “হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি তার উপার্জিত হালাল রিজিক থেকে কোনো রোজাদারকে ইফতার করাবে, ফেরেশতারা তার জন্য প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করবেন।”
এই মহতী উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে কাজ করছে। বক্তারা বলেন, রমজান হলো নেকি অর্জনের মাস এবং মুমিনদের উচিত এ মাসের প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে ইবাদতে মনোনিবেশ করা।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, যেখানে কার্ডিফের বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।