সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সালমান, ছেলে ও ভাতিজার বিরুদ্ধে দুদকের মামলা

ডেইলি সিলেট ডেস্ক ::

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কাগুজে কোম্পানি খুলে যুক্তরাজ্যের লন্ডনে টাকা পাচার এবং ঋণের অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়।

তাদের বিরুদ্ধে ৭৬ কোটি টাকা পাচার এবং ব্যাংক ঋণের ৩৩ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে; যাতে মোট ১১ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা সাতজন।

এছাড়া কাগুজে কোম্পানির নামে ঋণ নিয়ে আরও ১১৩ কোটি টাকা পাচারের অভিযোগে সালমান রহমানসহ আরও নয়জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। এ মামলার আসামিদের মধ্যে আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা ছয়জন।

দুটি মামলাতেই ইনডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকিয়া তাজিনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সালমানসহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়েরের তথ্য সাংবাদিকদের জানান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আইএসআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান। রাজনৈতিক পট পরিবর্তনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনকালে হত্যা মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন।

এসব মামলা ছাড়াও তার বিরুদ্ধে ঋণে অনিয়ম ও জালিয়াতি, অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগ তদন্ত করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি ও দুদক।

এর আগে দুদকের আবেদনে আদালত গত ১০ মার্চ সালমান ও তার ছেলে শায়ানের নামে লন্ডনে থাকা দুটি বাড়ি জব্দের আদেশ দেয়।

একই আদালত তার ভাতিজা শাহরিয়ার রহমানের নামে দুবাইয়ের দুটি ব্যাংক হিসাব এবং আরআর ট্রেডিং কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশও দিয়েছে।

সেদিন কারাগারে আটক সালমান ও তার স্ত্রী সৈয়দা রুবাবা রহমান, ভাই সোহেল এফ রহমান, ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।

সালমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের প্রথম মামলাটি করেছেন কমিশনের উপপরিচালক কমলেশ মণ্ডল। সংস্থার সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ বৃহস্পতিবার মামলাটি দায়ের করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: