সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

রমজানে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক: এসএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার ::

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার রেজাউল করিম পিপিএম (সেবা) বলেছেন, পবিত্র রমজান সংযম, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। তবে প্রতি বছর রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং ভেজাল পণ্য নিয়ে মানুষের দুশ্চিন্তা দেখা দেয়।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে কাজ করছে। সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বদ্ধপরিকর, তাই কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বাজার কমিটির নেতৃবৃন্দকে সিন্ডিকেট চিহ্নিত করতে এবং মূল্যবৃদ্ধির কারণ জানাতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৩ মার্চ) তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদের ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রমজান মাসে সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসএমপি তৎপর থাকবে। চুরি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ সভা পরিচালনা করেন। স্বাগত বক্তব্য দেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. কামাল খান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসএমপির কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক, বাংলাদেশ ইসলামী ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক মুহাম্মদ নুরুজ্জামান, সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজওয়ান আহমদ, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রূপন খান, তেলিহাওর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সিরাজ বক্সসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরান হোসেন। এছাড়া তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদের উপদেষ্টা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: