cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
সিলেটের বিশ্বনাথে ছয় বছরের শিশু ধর্ষণের ঘটনায় মোবাশ্বির আলী (৩৫) নামের অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) বিকেল ৩টায় সদর ইউনিয়নের নিজ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
মোবাশ্বির আলী উপজেলার সদর ইউনিয়নের হিমিদপুর গ্রামের মৃত মজমিল আলীর ছেলে।
পুলিশ জানায়, গত সোমবার বিকেলে হিমিদপুর গ্রামে কয়েকটি শিশু খেলাধুলা করছিল। এসময় অন্য শিশুদের টাকা দিয়ে দোকানে পাঠিয়ে মোবাশ্বির শিশুটিকে তার নিজ বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় স্বজনরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করেন এবং ঘটনাটি থানা পুলিশকে অবহিত করেন।
সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার জানান, ভিকটিম শিশুটি ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। আটককৃত আসামি মোবাশ্বির আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে অভিযুক্ত পরিবারের দাবি, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষরা ফাঁসানোর জন্য এ মামলা করেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার গণমাধ্যমকে বলেন, পূর্ব-শত্রুতার জেরে ঘটনা সাজানো হয়েছে বলে মোবাশ্বির আলীর পরিবার দাবি করছে। আশা করি তদন্ত সাপেক্ষে আসল ঘটনাটি উদঘাটন হবে ।