সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার ::

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক সার্জেন্ট সোহান সরকারের সাহসী ভূমিকা ও দ্রুত পদক্ষেপে নাইওরপুল পয়েন্ট থেকে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি (সিলেট মেট্রোপলিটন পুলিশ) মিডিয়া সেলের এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার (১২ মার্চ) সকাল ৯টার দিকে ট্রাফিক সার্জেন্ট সোহান সরকার ও তার সহকারী কনস্টেবল ফরহাদ, অলিউর ও রিপন নাইওরপুল পয়েন্টে ডিউটি করছিলেন। এসময় শিবগঞ্জ রোড থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল দেখে সন্দেহ হলে সার্জেন্ট তাদের সিগন্যাল দেন। তবে আরোহীরা নির্দেশ অমান্য করে বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে লেন পরিবর্তন করতে গিয়ে একটি রিকশাকে ধাক্কা দেয়, এতে রিকশাচালক আহত হন।

রিকশাচালককে উদ্ধার করে, সার্জেন্ট সোহান সরকার ও তার সহকর্মীরা ধাওয়া দিয়ে একজনকে আটক করেন। অপরজন দৌড়ে পালানোর চেষ্টা করলে, মিরাবাজার রোডের একটি গলি থেকে তাকেও গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, শাহপরান থানাধীন পীরের বাজারের বিএডিসি এলাকার জব্বার মিয়ার পুত্র মানিক মিয়া (৪০) এবং একই থানার খাদিমপাড়ার ইসরাব আলীর পুত্র মোজায়েল আহমদ (২৮)।

তল্লাশি চালিয়ে আটককৃতদের ব্যাগ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান এর নির্দেশে তাদেরকে মোটরসাইকেল ও অস্ত্রসহ কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: