সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৮৭ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার ::

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাত ও শুক্রবার পৃথক অভিযানে এসব পণ্য আটক করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৭ লক্ষ ১২ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক ও ২৮ বিজিবির অধিনায়ক একে এম জাকারিয়া কাদির।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, সোনালীটিলা, কালাইরাগ, প্রতাপপুর, সোনারহাট, উৎমা, নোয়াকোট, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল এবং শ্রীপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে সানগ্লাস, শাড়ি, কিসমিস, ক্রীম, চকলেট, মেহেদী, জিলেট গার্ড ব্লেড, চিনি, হেয়ার অয়েল, সাবান, বাসমতি চাল, মদ, ফেন্সিডিলসহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ১৩ লক্ষ ১২ হাজার ৮৭০ টাকা।

এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাই পণ্য জব্দ করা হয়েছে।”

অন্যদিকে, সুনামগঞ্জের শাহেববাড়ি এলাকায় টাস্কফোর্স অভিযানে ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ ১ কোটি ৭৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুরমা নদীর সাহেববাড়ি ঘাটে টহলদল মোতায়েন করা হয়। পরে একটি স্টিলের নৌকাকে আটক করে তল্লাশি চালালে তুষের বস্তার নিচে লুকানো ভারতীয় কাপড় উদ্ধার করা হয়।

এ সময় সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব উপস্থিত ছিলেন। আটককৃত মালামাল শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানান ২৮ বিজিবির অধিনায়ক একে এম জাকারিয়া কাদির।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: